________________
উত্তরাধ্যয়ন সূত্র বিগিংচ কণাে হেউং, জসং সংচিনু খংতি।
সরীরং পিঢ়বং হিচ্চা, উড়টং ৪ পক্কমঈ দিসং |১৩|| (হে শিষ্য) কম্মুণণা (কর্মের) হেউং (হেতু=কারণ মিথ্যাত্ব, অবিরতি, প্রমাদ, কযায় ও যােগ এই পাঁচটী কর্মবন্ধের হেতু বা কারণ) বিগিংচ (বিবিক্ত কর =পৃথক কর) দূর কর, খংতি ( ক্ষান্তির দ্বারা =ক্ষমাদি দশ প্রকার যতিধর্মের দ্বারা) জসং (যশ=সংযম বিনয়) সংচিণু (সঞ্চয় কর) (তাহা হইলে) পিঢ়বং (পার্থিব ) সরীরং (শরীর) হিচ্চা (ত্যাগ করিয়া) উড়ঢ়ং (উর্দ্ধ ) দিসং ( দিকে) পক্কমঈ ( প্রক্ৰমণ করিবে=গমন করিবে ) ॥১৩।
হে শিষ্য মিথ্যাত্বাদি কর্মবন্ধের হেতুকে দূর কর, সংযম সঞ্চয় কর, ভাহা হইলে এই পার্থিব শরীর ত্যাগ করিয়া ঊর্ধ্ব দিকে অর্থাৎ স্বর্গ বা মুক্তি মার্গে গমন করিবে ॥১৩
বিসালিসেহিং৫ সীলেহিং৬ জখা° উত্তর উত্তরা।
মহাসুক্কা ব দিগন্ত, মগ্নতা অপুণচ্চবং* |১৪|| বিসালিসেহিং ( বিভিন্ন প্রকারের অত্যুৎকৃষ্ট) সীলেহিং ( শীল অর্থাৎ সাধুব্রতের প্রভাবে ) জখা (দেবগণ) মহাসুক্কা ব (মহাশুক্ল = চন্দ্র সূর্যের ন্যায় ) দিস্তা (দেদীপ্যমান ) ( হইয়া) (এবং) অপুণচ্চবং (অপুনশ্চতি=মৃত্যু হইয়া স্বর্গ হইতে অধস্তন লােকে পুনরায় জন্ম হইবে না) মগ্নতা ( মনে করিয়া) উত্তর উত্তরা (উত্তরােত্তর =উদ্ধা হইতে উদ্ধতর সৌধর্মদি দেবলােকে ) ( অবস্থান করে ) ॥১৪||
১। যশঃ সংযমং বিনয়ং ব” টীকা ১ ও ২। “যশঃ সংযমে বিনয়ে। বা” টীকা ৩। ২। “ক্ষান্ত্যোপলক্ষণান্মাদবাদিভিশ্চ” টীকা ২। ৩। পঢ়িবং সরীরং’ টীকা ২ ও ৩। ৪। “উর্দ্ধং স্বৰ্গাপবর্গরূপ” টীকা ২।
৫। “বিসদৃশৈত্যুৎকৃষ্ট” টীকা ১। “মাগধদেশীয়ভাষা বিসদৃশৈঃ অস্বচারিত্রমােহনীয়কর্মক্ষমােপশমাপেক্ষয়া বিভিন্নঃ" টীকা ৩।
৬। “শীলৈ সাধুত্ৰতৈ” টীকা ১। ৭। “ক্ষা দেবাঃ” টীকা ১ ও ২। ৮। “মহাশুক্লা ইব চন্দ্রাদিত্যাদয় ইব” টীকা ১। ৯। অপুণচ্চয়ং টীকা ১। অপুণােচ্চয়ং টীকা ৩।