________________
উত্তরাধ্যয়ন সুত্র
হে গৌতম, আপনার প্রজ্ঞা উত্তম। আমার এই সংশয় ছিন্ন হইল । আমার অন্য সংশয়ও আছে, হে গৌতম তাহার উত্তর বলুন ॥৭৯॥
82
সারীরমাণসে দুখে, বঙ্মমাণাণ পাণিণং ।
থেমং সিবং অণাবাহং, ঠাণং কিং মগ্নসী মুণী ॥৮০॥
মুণী ( হে গৌতম মুনি ) সারীরমাণসে দুখে ( শরীর ও মনের দুঃখের দ্বারা বঙ্গমাণাণ ( বাধ্যমান=পীড়িত ) পাণিণং ( প্রাণিগণের ) খেমং ( ক্ষেম= ব্যাধিরহিত ) সিবং ( শিব= মঙ্গলময় ) অণাবাহ ( অনাবাধ = বাধাশূন্য, নিরুপদ্রব ) ঠাণং ( স্থান ) কিং মগ্নসী ( কাহাকে মনে করেন ) ॥৮০৷৷
হে গৌতম মুনি, শারীরিক ও মানসিক দুঃখের দ্বারা পীড়িত প্রাণিগণের পক্ষে ব্যাধিরহিত, মঙ্গলময় ও উপদ্রব শূন্য স্থান কাহাকে মনে করেন ? ||৮০ ||
অখি এগং ধুবং ঠাণং, লোগগ্গংমি দুরারুহং । জখ নখি জরা মচ্চু, বাহিণো বেয়ণা তহা ॥৮১॥
(গৌতম উত্তর করিলেন, হে কেশীমুনি ) লোগগ্গংমি ( লোকাগ্রে =বিশ্বসংসারের উপরিভাগে ) দুরারুহং ( দুরারোহ = দুর্গম্য ) এগং ( এক ) ধুবং ( ধ্রুব = শাশ্বত ) ঠাণং ( স্থান ) অখি ( আছে ) যন্থ ( যেখানে ) জরা ( জরা ) মচ্চ ( মৃত্যু ) বাহিণো ( ব্যাধি ) তহা ( তথা ) বেয়ণা ( বেদনা ) নখি ( নাই ) ৷৷৮১৷৷
গৌতম উত্তর করিলেন, হে কেশীমুনি, বিশ্বসংসারের সর্বোপরি ভাগে দুরারোহ এক শাশ্বত স্থান আছে, যেখানে জরা, মৃত্যু, ব্যাধি ও বেদনা নাই ৷৮১৷৷
ঠাণে য় ইই কে বুত্তে, কেসী গোয়মমব্ববী।
কেসিমেবং বুবংতং তু, গোয়মো ইণমব্ববী ॥৮২৷
( শব্দার্থ পূর্ববৎ )
কেশীমুনি গৌতমকে প্রশ্ন করিলেন, ‘এই স্থান কাহাকে বলে' ? কেশী এইরূপ বলিলে গৌতম উত্তর করিলেন ॥৮২| ·
ণিব্বাণং তি অবাহং তি, সিদ্ধী লোগগ্গমেব য় । খেমং সিবং অণাবাহং, জং চরংতি' মহে সিণো ॥৮৩
১। ‘তরংতি’ টীকা ২ ও ৩।