________________
রথনেমীয় সৌর্যপুর নগরে রাজলক্ষণ সংযুক্ত মহাসমৃদ্ধিশালী সমুদ্রবিজয় নামক রাজা ছিলেন ।
তা ভজ্জা সিবা ণাম, তীসে পুত্তে মহাযসে।
ভয়বং অরিঠণেমিত্তি, লােগণাহে দমীসরে ৪॥ তসস (সমুদ্রবিজয় রাজার ) সিবা ণাম (শিবা নাম্নী ) ভজ্জা (ভার্যা ) ( ছিলেন ) তীসে (তাহার=শিবা দেবীর) মহাযসে (মহাযশস্বী ) লােগণাহে (লােকনাথ ) দমীসরে (দমীশ্বর=জিতেন্দ্রিয়গণের মধ্যে শ্রেষ্ঠ) ভয়বং (ভগবান্ ) অরিঠণেমিত্তি ( অরিষ্টনেমি নামে) পুত্তে (পুত্র) (ছিলেন )৪॥
সমুদ্রবিজয় রাজার শিবাদেবী নাম্নী ভার্যা ছিলেন এবং শিবাদেবীর মহাযশস্বী, লােকনাথ, জিতেন্দ্রিয়, শ্রেষ্ঠ, ভগবান অরিষ্টনেমি নামক পুত্র ছিলেন ॥৪॥
সােরিঠণেমিথামাে উ, লখণরসংজুও।
অঠসহস্লখণধরাে, গােয়মমা কালগচ্ছবী ॥৫। সাে অরিঠণেমিণামম (সেই অরিষ্টনেমি নামক) (ভগবান্ ) লক্খণরসংজুও (স্বলক্ষণসংযুত =কণ্ঠস্বরের মাধুর্য, গাম্ভীর্যাদি গুণযুক্ত) অট্ঠসহলখণধরে। (অষ্টোত্তরসহস্ৰলক্ষণধর=যাহার শরীরে এক হাজার আটটী
১। ‘তীয়’ টীকা ১।
২। অরিষ্টনেমি দ্বাবিংশতিতম তীর্থঙ্কর। ইনি সমুদ্রবিজয় নৃপতির ঔরসে শিবদেবীর গর্ভে সৌরিপুরে জন্মগ্রহণ করেন। জরাসন্ধের দ্বারা বারংবার আক্রমণে যাদবগণ সৌরিপুর পরিত্যাগ করিয়া শ্রীকৃষ্ণের অধিনায়কত্বে যখন দ্বারকায় প্রস্থান করেন তখন অরিষ্টনেমি আদি সকলেই দ্বারকায় চলিয়া যান। পিতা, মাতা ও শ্রীকৃষ্ণের আগ্রহাতিশয্যে অনিচ্ছা সত্ত্বেও ইনি বিবাহে সম্মতি দান করেন। উগ্রসেন রাজার কন্যা রাজীমতীর সহিত বিবাহ সম্বন্ধ স্থির হয় কিন্তু বিবাহ হয় নাই ইহা পরবর্তী সূত্রগুলি হইতেই পরিস্ফুট হইবে। উগ্রসেন কংসের পিতা ছিলেন। কংসকে বধ করিয়া শ্রীকৃষ্ণ সেই উগ্রসেনকে মথুরার সিংহাসনে পুনঃ প্রতিষ্ঠিত করেন। দ্বারকায় যাইবার সময় ইনিও যাদবগণের সহিত তথায় গিয়াছিলেন বলিয়া অনুমিত হয়। সমুদ্রবিজয়াদি দশ ভ্রাতাকে দশাহ বলা হয়। এই দশ ভ্রাতার মধ্যে বসুদেব সর্বকনিষ্ঠ। ইহার অন্ধক বৃষ্টি বংশজাত ও উগ্রসেন ভােজক বৃষ্ণি বংশােৎপন্ন, ৪৩ সূত্রে রাজীমতীর কথায় ইহাই প্রতিপন্ন হয়। অরিষ্টনেমি রৈবতাচলে দীক্ষাগ্রহণ করেন ও গির্ণার পর্বতে কেবলজ্ঞান ও মুক্তি প্রাপ্ত হন।
৩। “স্বরস্য লক্ষণাণি সুস্বরত্বগম্ভীরত্বাদীনি তৈঃ সংযুতঃ স্বরলক্ষণসংযুতঃ” টীকা ২।
৪। “তীর্থঙ্কর হি অষ্টাধিকসহস্ৰলক্ষণানি শরীরে ভবন্তি স্বস্তিকবৃষভসিংহশ্রীবৎসশঙ্খ চক্রগজাশ্বচ্ছত্রাব্ধিপ্রমুখাণি লক্ষণানি হস্তপাদাদৌ ভবন্তি” টীকা ১।