________________
বিনয়ত অধ্যয়ন
১৭
আচার্যকে কুপিত জানিয়া প্রতীতি উৎপাদক শব্দের দ্বারা—শপথাদির দ্বারা তাঁহাকে প্রসন্ন করিবে এবং করজোড়ে এরূপ আর করিব না বলিয়া তাহার ক্রোধকে শান্ত করিবে ॥৪১।
ধম্মজ্জিয়ং চ ববহারং, বুদ্ধেহিং আয়রিয়ং সয়া।
তমায়রংতত ববহারং, গরিহং নাভিগচ্ছই ॥৪২। বুদ্ধেহিং (তত্ত্বজ্ঞের দ্বারা) সয়া ( সদা) আয়রিয়ং ( আচরিত ) চ (এবং) ধম্মজ্জিয়ং (ধর্মার্জিত =সাধু ধর্মের দ্বারা উপার্জিত ) ( যে ) ববহারং ( ব্যবহার =আচরণ ) তং (তাহা=সেইরূপ) ববহারং (ব্যবহার =আচরণ) আয়রংতাে ( আচরণ করিতে থাকিলে = পালন করিতে থাকিলে) গরিহং (গহা= নিন্দা) নাভিগচ্ছই ( প্রাপ্ত হইবে না) ॥৪২।
তত্ত্বজ্ঞ মহাত্মাগণ যেরূপ আচরণ করিয়া থাকেন ও সাধুধর্মের অনুমােদিত যে সদাচরণ তদ্রুপ পাপবর্জিত আচরণ পালন করিলে শিষ্য নিন্দিত হইবে ॥৪২||
মণােগয়ং বক্কগয়ং, জাণিত্তায়রিয় উ।।
তং পরিগিজ্ব বায়া, কম্মুণা উবায়এ ॥৪৩ (সুশিষ্য) আয়রিয় ( আচার্যের) মহােগয়ং (মনােগত) উ (ও) বক্কগয়ং ( বাক্যগত ) ( অভিপ্রায় ) জাণিতা ( জানিয়া) তং (সেই অভিপ্রায় বা কার্য ) বায়া (বচনের দ্বারা) পরিগিজ্ব (পরিগ্রহণ করিয়া=স্বীকার করিয়া) কণা (কর্মের দ্বারা =কার্যের দ্বারা) উববায়এ (উৎপাদন করিবে =সম্পাদন করিবে ) ॥৪৩
সুশিষ্য আচার্যের মনােগত কিংবা বাক্যের দ্বারা আদিষ্ট কার্য জ্ঞাত হইয়া তাহা সম্পাদন করিব স্বীকার করিয়া কার্যে পরিণত করিবে ॥৪৩||
বিত্তে অচেইএ নিচ্চং, খিপ্পং হবই সুচোই।
জহােবইঠং সুকয়ং, কিচ্চাইং কুব্বঈ সয়া ॥৪৪। বিত্তে ( বিত্ত =প্রসিদ্ধ শিষ্য) অচেইএ (অচোদিত=প্রেরিত না হইয়াও) ( সমস্ত কার্যে ) নিচ্চং ( নিত্য) (প্রবর্তন থাকে) (আচার্যের দ্বারা)
১। “বিনয়বত্তয়া সৰ্বগুণাশ্ৰয়ত্বেন প্রসিদ্ধ” টীকা ২।