________________
২৯৪
উত্তরাধ্যয়ন সূত্র
চক্রবর্তী) সংকুমার ( সনৎকুমার) পুত্তং (পুত্রকে ) রজ্জে (রাজ্যে) ঠবেউণং ( স্থাপন করিয়া) সস বি রায় (সে রাজাও) তবং (তপস্যা) চরে ( আচরণ করিলেন)।৩৭
মনুষ্যে, মহৰ্দ্ধিক, চতুর্থ চক্রবর্তী সনৎকুমার পুত্রকে রাজ্যে স্থাপন করিয়া সে রাজাও তপস্যা আচরণ করিলেন অর্থাৎ দীক্ষাগ্রহণ করিয়া তপস্যা করিতে লাগিলেন ॥৩৭।
চইত্তা ভারহং বাসং, চবটী মহড ঢিও।
সংতি সংতিকরে লােএ পতো গইমণুত্তরং ॥৩৮|| মহড ঢিও (মহাসমৃদ্ধিসম্পন্ন ) লােএ (লােকে =মনুষ্যলােকে) সংতিকররা ( শান্তিকর =শান্তিস্থাপনকারী ) সংতি (শান্তি) চক্কবটুটী (চক্রবর্তী ) ভারহংবা চইত্তা (পূর্ববৎ ) অণুত্তরং গইং ( অনুত্তরগতি =মুক্তি) পত্তো। ( প্রাপ্ত হইলেন) ॥৩৮||
মহাসমৃদ্ধিসম্পন্ন, মনুষ্যলােকে শান্তি স্থাপনকারী শান্তি নামক চক্রবর্তী ভারতবর্ষের রাজ্য পরিত্যাগ করিয়া মুক্তিপ্রাপ্ত হইলেন ॥৩৮||
ইখাগরায়বসতভা, কুংথ, নাম রেসরাে।
বিক্খায়কিত্তী ভয়বং৩, পত্তো গইমণুত্তরম্ ॥৩৯৷৷ ইখাগরায়বসভা (ইক্ষাকুরাজবৃষভ = ইক্ষাকুবংশীয় রাজগণের মধ্যে প্রধান ) বিখায়কিত্তী ( বিখ্যাতকীর্তি ) ভয়বং ( ভগবান্ ) কুংথুণাম ( কুন্থ, নামক)
১। ইনি পঞ্চম চক্রবর্তী ও ষােড়শ তীর্থঙ্কর। পিতার নাম বিশ্বসেন, মাতা অচিরা দেবী, হস্তিনাপুরে জন্মগ্রহণ করেন। প্রথমে চক্রবর্তী রাজা হন। তৎপরে রাজ্য ত্যাগ করিয়া তীর্থঙ্কর হন। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা ত্রয়ােদশী দিনে পার্শ্বনাথ পর্বতে দেহত্যাগ করিয়া মুক্তিপ্রাপ্ত হন। জৈন শাস্ত্রে পার্শ্বনাথ পর্বত সম্মেত শিখর নামে পরিচিত। | ২। ইনি ষষ্ঠ চক্রবর্তী ও সপ্তদশ তীর্থঙ্কর। পিতা হস্তিনাপুরের সুর নামক রাজা ও মাতা শ্রীদেবী। রাজ্যপ্রাপ্ত হইয়া সম্পূর্ণ ভারতবর্ষ জয় করিয়া চক্রবর্তী রাজা হন ও পরে দীক্ষা গ্রহণ করিয়া তীর্থঙ্কর হন। ইনি পার্শ্বনাথ পর্বতে মুক্তি প্রাপ্ত হন।
৩। ভগবং টীকা ২। “ধিইমং’ টীকা ৩। ৪। মুকখং টীকা ৩। ৫। “গও টীকা ৩।