________________
সভিক্ষু
২৪৫
পংতং (প্রান্ত = অসার, তুচ্ছ) সয়ণাসণং ( শয়নাসন=শষ্যা ও আসন ) ভইত্তা ( সেবন করিয়া =ভােগ করিয়া) সীউহ্নং ( শীতােষ্ণ) চ (এবং) বিবিহং ( বিবিধ =বিবিধপ্রকারের) দংসমসগং ( দংশমশক =াশ ও মশা) { দ্বারা দষ্ট হইয়া) অব্বগগমনে ( অব্যাকুলচিত্ত) অসংপহিটঠে (যে হৃষ্ট ও রুষ্ট হয় না=সুখ ও দুঃখে সমভাবাপন্ন ) জে (ফে) কসিণং ( সমস্ত দুঃখ কষ্ট ) অহিয়াসহে (সহ্য করে) স (সে) ভিখু (ভিক্ষু ) ॥৪॥
তুচ্ছ শয্যা ও আসন ভােগ করিয়া শীত ও উষ্ণ, এবং বিবিধ প্রকারের ডাশ ও মশকের দ্বারা দষ্ট হইয়া যে অব্যাকুলচিত্ত ও সুখ এবং দুঃখে সমভাবাপন্ন হইয়া সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে সে ভিক্ষু ॥৪॥
| নাে সক্কিয়মিচ্ছ ন পূয়ং নাে বি য় বংদণগং কুও পসংসং।
সে সংজএ সুব্বএ তবী, সহিএ আয়গবেসএ স ভিখু ॥৫|| ( যে ) সকিয়ং (সংকৃত =সৎকার সম্মান) নাে ইচ্ছঈ ( অভিলাষ করে না) পূয়ং (পূজা) ন ( অভিলাষ করে না) বংদণগং নো বি য় (বন্দনারও অভিলাষ করে না) কুও পসংসং (কোথায় প্রশংসা অর্থাৎ প্রশংসারও অভিলাষ করে না। সে (সেই) সংজএ (সংযত) সুব্বএ (সুব্রত) তবী (তপস্বী ) সহিএ ( সহিত =সর্বজীবের হিতাকাঙ্ক্ষী ) আয়গবেসএ ( আত্মগবেষক) স (সে) ভিখু (ভিক্ষু ) |||
যে সৎকার বা সম্মান পাইবার ইচ্ছা করে না, পূজা ও বন্দনা পাইবারও ইচ্ছা করে না এবং প্রশংসা পাইবারও অভিলাষ রাখে না ,এরূপ সংযত সুব্রত, তপস্বী, সর্বজীবের হিতাকাঙ্ক্ষী ও আত্মগবেষক সেই ভিক্ষু ॥৫||
জেণ পুণ জহাই জীবিয়ং, মােহং বা কসিণং ণিয়চ্ছ।
শরণারিং পজহে সয়া তবী , ন য় কোউহলং উবেই স ভিখু ॥৬|| পুণ (আবার) জেণ ( যাহার দ্বারা) জীবিয়ং (জীবন =সংযম জীবন, সংযম
১। “সহিতঃ সর্বজীবেষু হিতান্বেষী অথবা জ্ঞানদর্শনাভ্যাং সহিতঃ” টীকা ১। ২। পুণো’ টীকা ৩। ৩। “বপ্নাতি” টীকা ৩। ৪। “পয়হে’ টীক। ৩। ৫। “কউহল্লং’ টীকা ২। “স্ত্রাদিবিষয়মথ নাটকেন্দ্রজালাদিকৌতুক” টীকা ১। ৬| ‘উবসেবঙ্গ’ টীকা ১।