________________
সভিক্ষু
পঞ্চদশ অধ্যয়ন
মােণং চরিসামি সমিচ্চ ধম্মং, সহিএ উচ্ছুকড়ে ণিয়াণছিন্নে।
সংথবং জহিজ্জ অকামকামাে, অগ্নায়এসী পরিব্বএ স ভিখু ॥১॥ মােণং (মুনির ধর্ম ) চরিসামি (আচরণ করিব ) (এইরূপ মনােভাব যুক্ত হইয়া) ধম্মং (ধর্ম) সমিচ্চ (স্বীকার করিয়া =দীক্ষা গ্রহণ করিয়া ) সহিএ (সহিত = অন্য সাধুগণের সহিত) (অবস্থান করিয়া) উজ্জকড়ে (ঋজুকৃত = সরলভাবাপন্ন ) ণিয়াণছিন্নে (ছিন্ননিদান= আসক্তিশূন্য) সংথবং (সংস্তব= কুটুম্বস্নেহ ) জহিজ্জ (পরিত্যাগ করিয়া) অকামকামাে ( সর্বপ্রকার অভিলাষ রহিত) অগ্নায়এসী (অজ্ঞাতৈষী =অপরিচিত স্থান হইতে ভিক্ষাগ্রহণকারী ) ( হইয়া যে ) পরিব্বএ ( বিচরণ করে) স (সেই ) ভিখু ( ভিক্ষু ) ॥১॥
মুনিধৰ্ম আচরণ করিব এইরূপ মনােভাবযুক্ত হইয়া দীক্ষা গ্রহণ পূর্বক সাধুগণের সমভিব্যহারে অবস্থানকারী, সরল ভাবাপন্ন, আসক্তিশূন্য, কুটুম্বগণের স্নেহ পরিত্যাগ করিয়া, সর্বপ্রকার অভিলাষ রহিত, অপরিচিত স্থান হইতে ভিক্ষাগ্রহণকারী হইয়া যে বিবরণ করে সেই ভিক্ষু ॥১॥
রাগােবরয়ং৩ চরিজ্জ লাঢ়ে, বিরএ বেয়বিয়ায়রকৃখি।
পন্নে অভিভূয় সব্বংসী, জে কহিচি ন মুচ্ছিএ স ভিখু ॥২॥ লাঢ়ে (প্রধান সাধু) রাগােবরয়ং ( রাগােপরত=রাগরহিত, আসক্তিরহিত হইয়া) চরিজ্জ (বিচরণ করে ) বিএ ( বিরত=সংযমে রত ) বেয়বিয়ায়
১। “ছিন্নং নিদানং বিষয়ভিধঙ্গরূপং যেন স তথা” টীকা ২।
২। “ন বিদ্যতে কাম কামােহভিলাষষ। যস্য সােহকামকামঃ কামাভিলাষরহিতঃ” টীকা ১।
৩। “রাওবয়ং’ টীক। ৩।
৪। “বদ্যতে জ্ঞায়তেহর্থোহনেনেতি বেদঃ সিদ্ধান্তস্তস্ত বেদনং বিজ্ঞানং বেদবিৎসিদ্ধান্তজ্ঞানং তেনাত্মারক্ষিতে দুর্গতিপতনাছেন স বেদবিদাত্মরক্ষিত” টীকা ১।
৫। “সর্বপ্রাণিগণমাত্মবৎপশ্যতীতি সর্বদশী” টীকা ১। ৬। কহিবি’ টীকা ১ ও ৩।