________________
উত্তরাধ্যয়ন সূত্র
ভুত্তা রসা ভােঙ্গ হাই ণে বও, ন জীবিয়ঠা পজহামি ভােস। লাভং অলাভং চ সুহং চ দুখং, সংবিখমাণে চরিসামি
মােণং ॥৩২|| ভােঙ্গ (হে যশা) রসা (রস = বিষয়সুখ) ভুত্তা (ভুক্ত হইয়াছে =আমরা ভােগ। করিয়াছি) ণে ( আমাদিগকে) ও (বয় =আয়ু) জহাই (ত্যাগ করিতেছে ) ভােএ (ভােগকে = বিষয়ভােগকে ) জীবিয়টঠা ( জীবনের জন্য = অসংযত জীবনের জন্য ) ন পজহামি (ত্যাগ করিতেছি না) (কিন্তু) লাভং অলাভং চ ( লাভ ও অলাভ) সুহং চ দুখং ( সুখ ও দুঃখ ) সংবিখমাণে ( সমীক্ষমাণ =সমভাবে নিরীক্ষণ করিয়া) মােণং ( মুনিধর্ম) চরিসামি ( আচরণ করিব ) ॥৩২।
হে যশা, আমরা বিষয়সুখ অনেক ভােগ করিয়াছি। আয়ু আমাদিগকে প্রতিক্ষণে ত্যাগ করিয়া যাইতেছে। আমি বাঁচিয়া থাকিবার জন্য ভােগকে পরিত্যাগ করিতেছি না, কিন্তু লাভ ও ক্ষতি, সুখ ও দুঃখ সমস্ত সমভাবে বিচার করিয়া মুনিধৰ্মই অবলম্বন করিব স্থির করিয়াছি ॥৩২।
মা হু তুমং সােয়রিয়ান সংভরে, জুন্নো ব হংসসা পড়িসুত্তগামী।
ভুংজাহি ভােগাইং ম সমাণং, দুক্খং খু ভিখায়রিয়া বিহারে ॥৩৩) (পুরােহিতের স্ত্রী বলিল) পড়িসুতগামী (প্রতিস্রোতগামী=স্রোতের প্রতিকূলে গমনকারী ) জুন্নো (জীর্ণ =বৃদ্ধ ) হংসাে ব (হংসের ন্যায় ) তুমং (তুমি) সােয়রিয়াণ ( সহােদর ভ্রাতৃগণকে) মা সংভরে ( স্মরণ করিও না ) মএ (আমার) সমাণং ( সহিত) ভােগাইং ( বিষয়সুখ) ভুংজাহি ( ভােগ কর) ( কারণ ) ভিখায়রিয়া ( ভিক্ষাচর্যা=ভিক্ষাবৃত্তি ) (ও) বিহারাে (বিহার = গ্রামাদিতে বিচরণ করা ) খু ( নিশ্চয়ই ) দুখং ( দুঃখজনক ) ॥৩৩
পুরােহিতের স্ত্রী বলিল, যেমন স্রোতের প্রতিকূলে গমনকারী বৃদ্ধ হংস অগ্রসর হইতে অসমর্থ হইয়া স্রোতের অনুকূলে যাইবার সুখ স্মরণ করে তােপ
১। ভােই’ টীকা ২ ও ৩। “হে ভগবতি” টীকা ১। “হে ভবতি” টীকা ২ ও ৩। ২। সংচিখমাণে। টীকা ৩। ৩। চরিসামি’ টীকা ১ ও ২। ৪। সােদরিয়াণ’ টীকা ৩। ৫। পড়িসােয়গামী’ টীকা ৩।