SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 216
Loading...
Download File
Download File
Page Text
________________ চিত্রসস্তৃতীয় ত্রয়ােদশ অধ্যয়ন জাঈপরাজিও খলু, কাসি নিয়াণং তু হখিণপুরংমি। চুলণীই বংভদভো, উববর্নো পউমগুল্মও ॥১॥ খলু (নিশ্চয়ই ) জাঈপরাজিও (জাতিপরাজিত =জাতির জন্য অপমানিত ) ( হইয়া) হখিণপুরংমি (হস্তিনাপুরে) নিয়াণং ( নিদান=ক্রোধবশীভূত হইয়া ‘যদি আমার তপস্যার প্রভাব থাকে তবে পরজন্মে চক্রবর্তী রাজা হইব’ এইরূপ সংকল্প ) কাসি (অকার্ষীৎ =করিয়াছিল ) ( সেই চিত্রের ছােটভাই সস্তৃত) পউমগুল্মও (পদ্মগুল্ম হইতে =নলিনীগুল্ম নামক প্রথম স্বর্গের বিমান হইতে ) (চ্যুত হইয়া) চুলণীই (চুলনী হইতে=ব্রহ্ম নামক রাজার স্ত্রী চুলনীর গর্ভ হইতে) বংভদভো (ব্ৰহ্মদত্ত =ব্ৰহ্মদত্ত নামক পুত্ররূপে ) উববগ্নো (উৎপন্ন হইল ) ॥১॥ * কাশীদেশে চণ্ডালবংশােদ্ভব চিত্র ও সদ্ভুত নামক দুই ভ্রাতা ছিল। উভয়ের মধ্যে অত্যন্ত প্রীতি ছিল। সেই জন্মের পূর্বেও তাহার দাস, মৃগ ও হংসরূপে উভয়ে পরস্পর অত্যন্ত প্রীতিসম্পন্ন ভ্রাতা হইয়াই জন্মগ্রহণ করিয়াছিল। সেই সময়ে সেই দেশের রাজার নমুচি নামক প্রধান মন্ত্রী, অত্যন্ত বুদ্ধিমান্, সঙ্গীতশাস্ত্র পারদর্শী কিন্তু ব্যভিচারী ছিল। রাজার অন্তঃপুরে ব্যভিচার করায় নমুচি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় এবং চিত্র ও স্যুতের পিতা ভূতদিন্ন চণ্ডালের নিকট ফাসি দিবার জন্য অর্পিত হয়। ভূতদিন্ন তাহার প্রতি দয়াপরবশ হইয়া তাহার প্রাণদণ্ড দিয়া তাহাকে নিজের গৃহে আনিয়া লুক্কায়িত রাখে। চিত্র ও সস্তৃত নমুচির নিকট সঙ্গীতবিদ্যা শিক্ষা করিয়া বিশেষ পারদর্শী হইয়া উঠে। নমুচি কুঅভ্যাসবশতঃ চণ্ডালের গৃহেও ব্যভিচার করিয়া তথা হইতে পলায়ন করে। পরিভ্রমণ করিতে করিতে ক্রমে হস্তিনাপুরে উপনীত হয় এবং ধীশক্তি প্রভাবে তথাকার রাজার প্রধান অমাত্যপদ প্রাপ্ত হয়। এদিকে চিত্র ও স্যুতের সঙ্গীত প্রবীণতা কাশীদেশের জনসাধারণকে আকর্ষণ করে কিন্তু রাজসভার সঙ্গীতজ্ঞগণের ষড়যন্ত্রে চণ্ডালজাতির জন্য তাহারা কাশীনগর হইতে প্রহৃত হইয়া বহিষ্কৃত হয়। মনের দুঃখে উভয় ভ্রাতা আত্মহত্যা করিবার জন্য এক পর্বতে আরােহণ করে কিন্তু তথায় এক জৈন মুনির দর্শনলাভ করিয়া সংসার ত্যাগপূর্বক দীক্ষা গ্রহণ করে। ঘাের তপস্যা ও শুদ্ধ সংযম পালন করিতে করিতে তাহাদের নানাপ্রকার যােগলব্ধ শক্তি উৎপন্ন হয় এবং পরিভ্রমণ করিতে করিতে ক্রমে হস্তিনাপুরে উপনীত হয়। ভিক্ষার জন্য নগরে প্রবেশ করিলে নমুচি তাহাদিগকে চিনিতে পারে এবং নিজের রহস্যোদঘাটনের ভয়ে উভয় ভ্রাতাকে অপমানিত করিয়া নগর হইতে
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy