________________
১৭৪
উত্তরাধ্যয়ন সূত্র উদহী (উদধি=মহাসমুদ্র) (শশাভিত হয়) এবং (তদ্রুপ ) বহুসসুত্র (বহুশ্রুত) হবই ( হন) ৩০।
যেমন নানারত্নপরিপূর্ণ অক্ষয় জলরাশিযুক্ত স্বয়ম্ভুরমণ নামক মহাসমুদ্র শশাভিত হয় তদ্রপ সম্যক জ্ঞানাদি সম্পন্ন, সর্বশাস্ত্রের আধার, বহুশ্রুত আচার্য শােভিত হন ॥৩০ ||
সমুদ্দগংভীরসমা দুরাশয়, অচকিয়া কেণই দুঃহংসয়া।
সুয়স পুন্না বিউল ইণে, খবিত্ত, কম্মং গইমুত্তমং গয়া ॥৩১ সমুদ্দগংভীরসমা (সমুদ্রের ন্যায় গম্ভীর ) দুরাসয়া ( দুরাশ্রয় = যাহাকে কেহ বঞ্চিত করিতে পারে না) অচকিয়া ( অচকিত=যিনি কষ্ট ও উপসর্গাদির দ্বারা ত্রাস প্রাপ্ত হন না, নির্ভীক ) কেণই ( কাহারও দ্বারা) দুগ্ধহংসয়া (দুষ্পধর্ষক = যিনি কাহারও কর্তৃক পরাভূত হন না, অপরাজেয় ) বিউল ( বিপুল = বিস্তীর্ণ ) সুয় (শ্ৰতজ্ঞানের দ্বারা) পুন্না (পূর্ণ ) তাইতাে (ত্রাণকারক) (বহুশ্রুত) কম্মং (কর্মকে) খবিত্ত, (ক্ষয় করিয়া ) উত্তমং (উত্তম = শ্রেষ্ঠ ) গইং (গতি ) গয়া (প্রাপ্ত হন ) ৩১।
সমুদ্রের ন্যায় গম্ভীর, যাহাকে কেহ বঞ্চিত করিতে পারে না, নির্ভীক, অপরাজেয়, বিস্তীর্ণ ত-শাস্ত্রের জ্ঞানসম্পন্ন, সমস্ত জীবের ত্রাণকর্তা, বহুশ্রুত জ্ঞানী কর্মক্ষয় করিয়া উত্তম গতি অর্থাৎ মুক্তিপ্রাপ্ত হন ॥৩১।
তমহা সুয়মহিউঠিজ্জা, উত্তমঠগবেসএ।
জেণপ্পাণং পরং চেব, সিদ্ধিং সংপাউণিজ্জাসি ॥৩২| ত্তি বেমি । তহা (সেই জন্য ) উত্তমঠগবেসএ (উত্তমার্থ গবেষক =মােক্ষার্থী) স্বয়ং (শ্রুত=সিদ্ধান্তশাস্ত্র) অহিটুঠিজ্জা (অধিতিষ্ঠেৎ =অধ্যয়ন, শ্রবণ, চিন্তনাদির দ্বার অভ্যাস করিবে ) জেণ ( যাহার দ্বারা) অপ্পাণং (নিজকে) পরং চেব ( ও পরকে) সিদ্ধিং ( সিদ্ধি = মুক্তি সংপাউণিজ্জালি ( সংপ্রাপয়েৎ = সংপ্রাপ্ত করাইবে) ॥৩২| এইরূপ বলিতেছি। | তজ্জন্য মােক্ষাভিলাষী পুরুষ শ্ৰতশাস্ত্রের অভ্যাস করিবে যাহার দ্বারা স্বয়ং মুক্তিপ্রাপ্ত হইবে এবং অপরকেও মুক্তিপ্রাপ্ত করাইবে ॥৩২। এইরূপ বলিতেছি।
ইতি বহুশ্রুতপূজা, একাদশ অধ্যয়ন
১। “দুরাশ্রয়া কেনাপি বঞ্চিতুমশকা ইত্যর্থঃ” টীকা ১।