SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 180
Loading...
Download File
Download File
Page Text
________________ ১৬৩ বহুশ্রুতপূজা ( কথিত হয় ) উ ( এবং ) সো ( সে ) ণিব্বাণং চ ( নির্বাণ ও ) ন গচ্ছই ( প্ৰাপ্ত হয় না ) ॥৬॥ আবার নিম্নলিখিত চতুর্দশস্থানে স্থিত সংযত সাধু অবিনীত বলিয়া কথিত হয় এবং সে নির্বাণ প্রাপ্ত হয় না ॥৬॥ অভিক্‌খণং কোহী হবই, পবংধং চ পকুব্বঈ । মিত্তিজ্জমাণো' বমই, সুয়ং লদ্ধণ মজ্জঈ ||৭|| অবি পাবপরি থেবী, অবি মিত্তেস্থ কুপ্পঈ । সুপ্রিয়স্সাবি মিত্তস্স, রহে ভাসই পাবগং ॥৮॥ পইÜবাঈ' দুহিলে, অদ্ধে লুদ্ধে অণিগ্‌গহে। অসংবিভাগী অবিয়ত্তে,° অবিণীএ ত্তি বুচ্চঈ ॥৯॥ অভিক্‌খণং ( অভিক্ষণ= বারংবার ) কোহী ( ক্রোধী ) হবই ( হয় ) চ (এবং) পবংধং পকুব্বঈ ( প্রবন্ধ করে =ক্রোধের বৃদ্ধি করে, কুপিত হইলে মৃদু বচনের দ্বারাও শান্ত হয় না, বরং আরও ক্রুদ্ধ হয় ) মিত্তিজ্জমাণো ( মিত্ৰীয়মাণো = মিত্রতা করিয়াও ) বমই (বমন করে= ত্যাগ করে) সুয়ং লণ (শ্রুতজ্ঞান প্রাপ্ত হইয়া ) মজ্জঈ ( মাদ্যতি=গর্বিত হয় ) অবি ( কখনও ) পাব পরিবেী ( পাপ পরিক্ষেপী = কাহারও সামান্য দোষ দেখিলেই তিরস্কার করে, পরচ্ছিদ্রান্বেষী ) অবি ( কখনও ) মিত্তেস্থ ( মিত্রের প্রতি ) কুপ্পঈ ( কুপিত হয় ) সুপিয়ন্‌স ( সুপ্রিয় ) অবি মিত্তস্স ( মিত্রেরও ) রহে ( গোপনে ) পাবগং ( পাপক = নিন্দাবাক্য ) ভাসই ( ভাষণ করে =বলে ) পইগ্নবাঈ ( প্রকীর্ণবাদী = অসম্বদ্ধভাষী ) দুহিলে ( দ্রোহী=অনিষ্ঠাচরণকারী ) থদ্ধে ( স্তব্ধ=অহঙ্কারী ) লুদ্ধে ( লুব্ধ ) অণিগ্‌গহে ( অজিতেন্দ্রিয় ) অসংবিভাগী (অসংবিভাগী=যে আহারাদি আনয়ন করিয়া অন্য সাধুকে বণ্টন না করিয়া সমস্ত স্বয়ং ভোগ করে) ( ও ) অবিয়ত্তে ( অপ্রীতিকর ) অবিণীএ ত্তি ( অবিনীত এইরূপ ) বুচ্চঈ ( উচ্যতে= কথিত হয় ॥৭-৯৷৷ ১। “মিত্রীয্যমাণোঽপি মিত্রং মমায়মত্ত্বিতীষ্যমাণোঽপি” টীকা ২ ও ৩ ৷ ২। “প্রকীর্ণমসম্বদ্ধং বদতীতি প্রকীর্ণবাদী অথবা প্রতিজ্ঞয়া চ ইদমিত্থমেবেত্যাদি নিশ্চয়ভাষণশীলঃ” টীকা ১ ৩। “অপ্রীতিকরঃ দর্শনেন বচনেন অপ্রীতিমুৎপাদযতি” টীকা ১ । ‘অচিয়ত্তে’ টাকা ৩ ৷
SR No.032052
Book TitleUttaradhyayan Sutra Part 01 Bengali
Original Sutra AuthorN/A
AuthorCalcutta Vishvavidyalay
PublisherCalcutta Vishvavidyalay
Publication Year1960
Total Pages482
LanguageBengali
ClassificationBook_Other & agam_uttaradhyayan
File Size27 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy