________________
উত্তরাধ্যয়ন সূত্র
বিনয়ত অধ্যয়ন প্রথম অধ্যয়ন
সংজোগা বিপ্নমুক, অণগার ভিখুণে।
বিণয়ং পাউকরিসসামি, আণুপুব্বিং সুণেহ মে ॥১॥ সংজোগা (সংযােগ হইতে=বিষয়াসক্তি হইতে) বিপ্নমুকস (বিপ্রমুক্ত = রহিত) অণগার ( অনগার = গৃহত্যাগী, নিয়তবাস রহিত) ভিখুণে ( ভিক্ষুর=সাধুর ) বিনয়ং ( আচার) আনুপুব্বিং ( অনুক্রমে = ক্রমান্বয়ে ) পাউকরিসসামি ( প্রকাশ করিব) মে (আমার) (বচন) সুণেহ (শ্রবণ কর) ॥১॥ (মহাবীরের পঞ্চম গণধর সুধর্মস্বামী তাহার শিষ্য জম্বুস্বামীকে বলিতেছেন ) আমি আসক্তিশূন্য গৃহত্যাগী সাধুর আচার ক্রমান্বয়ে বলিতেছি ; শ্রবণ কর ॥১॥
৩আণাণিদ্দেসকরে, গুরূণমুববায়কার।
৫ইংগিয়াগারসংপয়ে, সে বিণীএ ত্তি বুচ্চই ॥২॥ আণানিদ্দেসকরে (আজ্ঞানির্দেশকারী= গুরুর আজ্ঞানুযায়ী প্রবর্তনকারী ) গুরূণমুববায়কারয়ে (যে গুরুর দৃষ্টিগােচরে অর্থাৎ সমীপে থাকে) ইংগিয়াগারসংপশ্নে ( ইঙ্গিতাকার সম্পন্ন =যে গুরুর ইঙ্গিত ও আকার বুঝিতে পারে) সে (সে) বিণী( বিনীত ত্তি এইরূপ ) বুচ্চই (কথিত হয়) ॥২॥ | ১। ধনধান্য পুত্রমিত্ৰকলত্রাদি বাহ্য সংযােগ ও ক্রোধ, মান, মায়া, লােভ, মিথ্যাত্ব, হাস্য, রতি, অরতি প্রভৃতি আভ্যন্তর সংযােগ অর্থাৎ বাহ্য ও আভ্যন্তর উভয়বিধ বিষয়াসক্তি।
| ২। তীর্থঙ্করের প্রধান শিষ্য—যাহার অধীনে অন্যান্য সাধুর গণ অর্থাৎ সমূহ থাকে। ভগবান মহাবীরের এরূপ ১১ জন গণধর ছিলেন।
৩। আজ্ঞা = আদেশ। ৪। নির্দেশ = গুরুর বাক্য প্রমাণ বলিয়া স্বীকার।
৫। ইঙ্গিত = মানসিক ভাবপ্রকাশক ঈষৎ শিরকম্পনাদি। আকার ==শারীরিক প্রচেষ্টা যথা—প্রস্থানােপক্রম, দিশাবলােকন প্রভৃতি।