________________
১৩২
উত্তরাধ্যয়ন সূত্র
হে ক্ষত্রিয়, লুণ্ঠনকারী, প্রাণঘাতক দ, গাঁটকাটা ও সিদেল চোর হইতে নগরকে রক্ষা করিয়া দীক্ষা গ্রহণ করিবেন ॥২৮||
এয়মঠং ণিসামি, হেউকারণচোইও।
তও শমী রায়রিসী, দেবিংদং ইনমব্ববী ॥২৯ রাজর্ষি নমি দেবেন্দ্রকে উত্তর দিলেন ॥২৯৷
অসইং তু মনুসসেহিং, মিচ্ছাদংডডা পউংজই।
অকারিণােহথ বঙ্খংতি, মুচ্চঈ কারও জাে॥৩০||| মনুসেহিং (মনুষ্যগণের দ্বারা) অসইং তু (বারম্বার) মিচ্ছাদংড়াে ( মিথ্যাদণ্ড =অজ্ঞানতাবশত নিরপরাধীর প্রতি দণ্ড) পউংজই ( প্রযুক্ত হয় )। অথ (এই সংসারে ) অকারিণে। (যে করে নাই=যে অপরাধ করে নাই )( সেই ) বহৃৎতি (বদ্ধ হয়=ধৃত হয়) (এবং) কারও জণণা (অপরাধকারী ব্যক্তি ) মুচ্চঈ ( মুক্ত হয়) ৩০|| | হে ব্রাহ্মণ, মনুষ্যগণ বারম্বার নিরপরাধীকেই দণ্ড প্রদান করে। এই সংসারে যে দোষ করে নাই সেই ধৃত হয় এবং যে দোষ করিয়াছে সে মুক্তি পায় (অতএব আমি নিশ্চয়তাপূর্বক কি প্রকারে দস্যুতস্করাদিকে দণ্ড দিতে পারি ?) ॥৩০
এয়মঠং ণিসামি, হেউকারণচোইও।
তও মিং রায়রিসিং, দেবিংদো ইণমব্ববী ॥৩১। রাজর্ষি নমিকে দেবেন্দ্র বলিলেন ॥৩১।
জে কেই পখিবা তুং, ণাণমংতি নাহিবা।
বসে তে ঠাইত্তাণং, তও গচ্ছসি খত্তিয়া ॥৩২। খত্তিয়া (হে ক্ষত্রিয়) পরাহিবা (হে নরাধিপ) তুং (তােমাকে) জে কেই (যে কেহ ) পখিবা ( পার্থিব =রাজা, ভূপাল ) নাণমংতি (নমস্কার না করে =
১। “তুজ্জং টীকা ১ ও ৪। * ২। তুলন—“যে সহসসং সহস্সেন সঙ্গমে মাসে জিনে। একং চ জেয়্যমত্তানং সবে সঙ্গামজুমাে॥” ধম্মপদ ১০৩।