________________
১২৫
নমিপ্রব্রজ্যা ভয়বং ( ভগবান্ ) এস (এই) অগী (অগ্নি) য় (ও) বাউ (বায়ু) এয়ং (এই, আপনার ) মংদিরং (মন্দির প্রাসাদ) ডজ্বাই (দিহন করিতেছে) তেণং (আপনার) অংতেউরং (অন্তঃপুরকে=রাজ্ঞীগণকে) কীসণং (কেন) নাবপেখহ ( দেখিতেছেন না=রক্ষা করিবার উপায় অবলম্বন করিতেছেন
) ॥১২|| | হে ভগবান্, অগ্নি ও বায়ুর দ্বারা আপনার প্রাসাদ দগ্ধ হইতেছে। আপনি আপনার রাজ্ঞীগণকে রক্ষা করিবার উপায় অবলম্বন করিতেছেন না কেন? |১২||
এয়মঠং ণিসামিত্তা, হেউকারণচোইও।
তও শমী রায়রিসী, দেবিংদং ইণমব্ববী ॥১৩ শব্দার্থ পূর্ববং। নমি রাজর্ষি দেবেন্দ্রকে উত্তর দিলেন ॥১৩
১সুহং বসামে জীবামে, জেসিং মাে নখি কিংচণং।
মিহিলাএ ডঙ্খমাণী, ন মে উত্মই কিংচণং ॥১৪। সুহং ( সুখে ) বসামাে (বাস করিতেছি ) (এবং) জীবামে (জীবনধারণ করিতেছি ) জেসিং (যেহেতু) মাে (আমার) কিংচণং (কিছুই=কোন বস্তুই) নখি (নহে) মিহিলা (মিথিলা) ডজ্রমাণী (দগ্ধমান) (হইলে ) মে (আমার) কিংচণং (কিছুমাত্রও) নডক্সই ( দগ্ধ হয় না) ॥১৪|
| হে ব্রাহ্মণ, আমি সুখে আছি এবং সুখেই জীবনধারণ করিতেছি, যেহেতু কোন বস্তুই আমার নহে। মিথিলা দগ্ধ হইলে আমার কিছুই দগ্ধ হয় না |১৪||
চত্তপুকল, ণিব্বাবার ভিখুণে। | পিয়ং ন বিজ্জঈ কিংচি, অপ্পিয়ংপি ন বিজ্জই |১৫||
১ তুলনা—“সুখং বত জীবামি যস্য মে নাস্তি কিঞ্চন।
মিথিলায়াং প্রদীপ্তায়াং ন মে দহতি কিঞ্চন” । মহাভারত, শান্তিপর্ব, মাণ্ডব্যজনক সংবাদ, ২৭৫ || ( তর্করত্ন সংস্করণ ),“মিথিলায়াং প্রদীপ্তাং ন মে দহতি কিঞ্চন” বৃহদারণ্যকোপনিষদ, শঙ্কর ভাষের পৃ: ৩৪৬ ( দুর্গাচরণ সংস্করণ )
“আহেদং মিথিলানাথ মুমুক্ষুর্নির্মম পুরা।
মিথিলায়াং প্রদগ্ধায়াং ন মে দহতি কিঞ্চন” ॥ খণ্ডনখাদ্য ২। “বিজ্জএ’ টীকা ২। ৩। বিজএ’ টীকা ২।