________________
১১৪
উত্তরাধ্যয়ন সূত্র জগণিসিএহিং ভূএহিং তসণামেহিং থাবরেহিং ২ চ।
নো তেসিমারভে দংডং, মণসা বয়সা কায়সা চেব ॥১০|| জগণিসসিএহিং (জগদাশ্রিত=জগতের মধ্যে স্থিত) তসণামেহিং (এসনামক জীব=দ্বীন্দ্রিয়, শ্রীন্দ্রিয়, চতুরিন্দ্রিয় ও পঞ্চেন্দ্রিয় জীব) চ (এবং) থাবরেহিং (স্থাবর=মৃত্তিকাদি একেন্দ্রিয়জীব ) ভূএহিং (ভূতগণকে=জীবগণকে) মণসা ( মনের দ্বারা) বয়স (বচনের দ্বারা) কায়সা চেব (কায়ের দ্বারাও) তেসিং (সেই জন্তুগণের প্রতি) দংডং (বিনাশ) নাে আরভে ( করিবে ) ॥১০ |
জগতে স্থিত এস ও স্থাবর জীবকে মন বচন ও কায়ের দ্বারা বিনাশ করিবে |১০||
সুদ্ধেণাও ণচ্চা ণং, তখ ঠবিজ্ঞ ভিখু অপ্পাণং। জায়াএ ঘাসমেসিজ্জা, বসগিদ্ধে ন সিয়া ভিক্খা ॥১১৷
ভিক ( ভিক্ষু ) সুদ্ধেসণাও (শুদ্ধেষণা= শুদ্ধ আহার গ্রহণ করিবার নিয়ম) শচ্চা নং (জ্ঞাত হইয়া) তখ (সেইখানে=নির্দোষ আহার গ্রহণ বিষয়ে ) অপ্পাণং ( নিজকে ) ঠবিজ্ঞ ( স্থাপন করিবে= নির্দোষ আহার গ্রহণ করিবে )।। ভিখার (ভিক্ষাদ=ভিক্ষোপজীবী) (সাধু) জায়া (যাত্রার জন্য = সংযমযাত্রা নির্বাহের জন্য, জীবনযাত্রা নির্বাহের জন্য ) ঘাসং (গ্রাস=আহার ) এসিজ্জা (গবেষণা করিবে ) (কিন্তু) বসগিদ্ধে ( রসগৃদ্ধ=রসলােলুপ, স্নিগ্ধমধুরাদি রসে লােলুপ) ন সিয়া ( হইবে না) ॥১১।
ভিক্ষু শুদ্ধাহার গ্রহণ করিবার নিয়ম জ্ঞাত হইয়া নির্দোষ আহার গ্রহণ বিষয়ে আপনাকে স্থির করিবে অর্থাৎ আহার গ্রহণের নিয়ম সম্পূর্ণ রূপে পালন করিবে। ভিক্ষোপজীবী সাধু জীবনযাত্রা নির্বাহের জন্য আহার অন্বেষণ করিবে কিন্তু স্নিগ্ধ মধুরাদি রসে লােলুপ হইবে না। ১১
১। ৫৮ সূত্রে ২নং পাদটীকা দ্রষ্টব্য। ২। ৫৮ সূত্রের ৩নং পাদটীকা দ্রষ্টব্য। ৩। ৫৮ সূত্রের ১নং পাদটীকা দ্রষ্টব্য। ৪। সুদ্ধেসণই’ টীকা ২। সুদ্ধেণনাউ টীকা ৩।