________________
প্রতিপক্ষকে দোষী দেখতে থাকেন বা তার সাথে তীব্র মতবিরােধ হয়। তাহলে প্রতিক্রমণ করে একে সমাপ্ত করতে হবে।
আমি কেমন করে সবার সাথে মানিয়ে চলি? আমি আপনার সাথে চলতে পারি, নয় কি? এ কথা সত্য যে উচ্চারিত শব্দের জন্য-ই সংঘাতের সৃষ্টি হয়। আমি প্রচুর কথা বলি কিন্তু আমি কি সংঘাতে জড়িয়ে পড়ি?
সংঘর্ষ হয়। রান্নাঘরের বাসন-পত্রও পাশাপাশি থাকলে ঠোকাঠুকিতে আওয়াজ হয়। পুদ্গলের সহজাত গুণ-ই হল সংঘাত সৃষ্টি করা, কিন্তু শুধুমাত্র যদি এরকম হিসাব থাকে। জ্ঞান-এর আগে আমারও অতীতে অনেক সংঘাতের অভিজ্ঞতা আছে। জ্ঞান-এর পরে আর কোন সংঘাত নেই। এই জ্ঞান-ই একটা অভিজ্ঞতা। এই জ্ঞান-এর সাহায্যে আমি অতীতের সব হিসাব শােধ করে দিয়েছি। আপনার হিসাব মেটানাে এখনও বাকী আছে।।
আপনার দোষসমূহ প্রতিক্ৰমণ দ্বারা ধুয়ে ফেলুন কারাের সাথে সংঘাত হলে নিজের দোষ দেখা সুরু হয়, সংঘাত না হলে দোষ ঢাকা থাকে। রােজ পাঁচশাে-পাঁচশাে দোষ দেখতে পেলে বুঝবে পূর্ণাহুতির সময় হয়ে এসেছে।
| সুতরাং যেখানেই সংঘাত সেখানেই তা বর্জন করাে। এই সংঘাত করে। ইহলােক তাে বটেই, পরলােকও বিনষ্ট হয়! ইহলােক যে নষ্ট করে সে পরলােক নষ্ট না করে ছাড়ে না! যার ইহলােক উন্নত হয়, সে পরলােকেও উন্নতি করে। এই জন্মে যদি কোন প্রকার বাধা না আসে তাহলে বুঝবে পরজন্মেও কোন বাধা আসবে না। আর এখানে যদি বাধার সৃষ্টি কর তাহলে সে সবই সেখানেও আসবে।
তিন জন্মের নিশ্চয়তা (guarantee) যার সংঘাত না হবে, তার তিন জন্মে মােক্ষলাভ হবে, এই গ্যারান্টি আমি দিচ্ছি। যদি সংঘাত হয়ে যায় তাে প্রতিক্রমণ করে নেবে। সংঘাত পুৰ্গল করে আর পুদ্গল-এর সাথে পুদগল-এর সংঘাত প্রতিক্ৰমণ দ্বারা বিনষ্ট হয়।
অন্যজন যদি ভাগ করে তাহলে তােমাকে ‘গুণ’ করতে হবে যাতে অবশেষ না থাকে। ও আমাকে এইরকম বলেছে, ওইরকম বলেছে’, অন্যের
| [ ২৪ ]