________________
| এবং প্রত্যেককে বিপর্যস্ত করতাম। আমার অজ্ঞানদশাতে এগুলাে হতাে। আমি ভালভাবে স্মরণ করতে পারি। আমি এটা জানি বলেই আপনাকে সহ্য করতে বারন করছি। অজ্ঞান দশায় সবাইকে সহ্য করতে হয়। কিন্তু এই জ্ঞান দ্বারা আমাদেরকে এর পিছনের কারণ বিশ্লেষণ করে বুঝতে হবে। আমাদের স্পষ্ট বুঝে নিতে হবে এর কারণ কি? পরিনাম কি? হিসাব বইয়ে ঠিকমতাে দেখে নিতে হবে। হিসাবের বাইরে কিছুই হবে না।
সংঘর্ষে লিপ্ত - নিজের ভুলের জন্য । এই জগতে যে সমস্ত বিরােধিতার সম্মুখীন আপনাকে হতে হয় তা সমস্তই শুধুমাত্র আপনার নিজের ভুলের জন্য। অন্য কারাের দোযখ নেই। এতত্সত্ত্বেও লােকজন সংঘাতে জড়াবে। যদি তাদের প্রশ্ন করা হয়, কেন আপনি সংঘাতে লিপ্ত হলেন? উত্তর হবে, কারণ তারা হয়েছিল। সেইজন্যে সে অন্ধ আর তার সাথে সংঘাতে লিপ্ত হওয়ার কারণে আপনিও অন্ধ।।
প্রশ্নকর্তাঃ যদি আমরা সংঘাতের মধ্যেও সংঘাত তৈরি করি তাহলে কি হবে?
দাদাশ্রী ঃ আপনি আপনার মাথা ফাটাবেন! কোন সংঘাত তৈরি হলে আপনি কি বুঝবেন?
প্রশ্নকর্তা ঃ এটা আমার নিজের ভুল।
দাদাশ্রীঃ হ্যা, সাথে সাথে নিজের ভুল স্বীকার করুন। সংঘাত হলে আপনাকে বুঝতে হবে যে আপনি এর কারণস্বরূপ কিছু করেছেন। যখন আপনি বুঝবেন যে এটা আপনার নিজের ভুল তখন আপনার কাছে সমাধান আসবে আর আপনি ধাঁধার উত্তর পাবেন। যদি আপনি অন্যের দোষ খুঁজতে থাকেন তাহলে কোন কিছুতেই প্রশ্নের উত্তর পাবেন না। যদি আমরা বিশ্বাস করি এবং মেনে নিই যে আমরাই দোষী তাহলে আমরা এই জগৎ থেকে মুক্ত হতে পারব। এ ছাড়া আর অন্য কোন উপায় নেই। অন্য সব উপায় আরও অশান্তির কারণ হবে, আর উপায় খুঁজতে যাওয়া সে তাে নিজের ভিতরে লুকিয়ে থাকা অহঙ্কার। উপায় কেন খুঁজতে যাবে? যদি কেউ আপনাকে বলে যে আপনিই দোষী তাহলে সেটা মেনে নিন এবং বলুন, ‘আমি তাে প্রথম থেকেই দোষী।
[[ ১১ ]