________________
এটা তার ‘ভিউ-পয়েন্ট। তখন লােকে একে ‘না-লায়েক’ বলে গালি দেয়। তাহলে এই উকিলরা মিথুক নয় ? ‘স্যার, মিথ্যা মামলা জিতিয়ে দেব’ এরকম যে বলে তাকে ঠগ বলবে না? চোরকে লুচ্চা বলে আর এই সম্পূর্ণ মিথ্যা মামলাকে সত্যি বলে তাকে সংসারে বিশ্বাস কিভাবে করা যায়? অথচ এমনিভাবেই চলছে। কাউকেই অমি খারাপ বলি না। সে তার ‘ভিউ-পয়েন্ট থেকে নিশ্চয়ই ঠিক। কিন্তু তার সাথে কথা বলে তাকে বােঝাই যে এই চুরি করার পরিণাম কি।।
বয়স্ক লােকেরা ঘরে এসেই বলবে এই লােহার দরজা ? এই রেডিয়াে ? এটা এমন কে? সেটা তেমন কেন? এইভাবে হস্তক্ষেপ করে। এখন নবীন প্রজন্মের সাথে বন্ধুত্ব কর। এই যুগ তাে বদলাতে থাকে। তাহলে এইসব ছাড়া এরা বাঁচবে কি করে? কিছু নতুন দেখলে সেটাতে এদের মােহ উৎপন্ন হয়? নতুন কিছু না হলে বাঁচবেই বা কিভাবে? এইরকম নতুন তাে অনন্ত এসেছে আর গেছে, এতে তুমি হস্তক্ষেপ করবে না। তােমার অ-পছন্দ হলে সেটা তুমি করবে না। এই আইসক্রীম তােমাকে এরকম বলে না যে আমার থেকে দূরে সরে যাও। তুমি না খেতে চাইলে খাবে না। কিন্তু বয়স্করা এর উপরে বিরক্ত হয়। এই মতভেদ তাে যুগ বদলানাের কারণে হচ্ছে। নবীনরা তাে যুগের অনুসারে কাজ করে। মােহ অর্থাৎ নতুন নতুন উৎপন্ন হয় আর তা নতুন-ই দেখায়। আমি তাে বালক-বয়স থেকেই বুদ্ধি দিয়ে অনেক বিচার করে দেখেছি এই জগৎ উল্টো চলছে না সােজা চলছে। আর এটা বুঝেছি যে এই জগৎকে বদলানাের ক্ষমতা কারাের নেই। তবুও আমি বলছি যে যুগের অনুসারে এডজাস্ট হও। ছেলে নতুন ধরনের টুপি পরে এলে তাকে বলবে না যে এরকম কোথা থেকে আনলে? এই বলে এডজাস্ট করবে যে এমন সুন্দর টুপি কোথায় পেলে? কত দিয়ে আনলে? খুব সস্তা পেলে ? এইভাবে এডজাস্ট হওয়া চাই।
আমার ধর্ম কি বলছে প্রতিকূলতায় অনুকূল দেখবে। রাত্রে মনে হলাে। এই চারদরটা ময়লা’, তবু পরে এডজাস্টমেন্ট করে নিলাম তখন এত নরম লাগল যে সে আর বলার নয়। পঞ্চেন্দ্রিয়জ্ঞান প্রতিকূল দেখায় আর আত্মা অনুকূল দেখায়। সেইজন্যে আত্মায় থাকো।
| [ ৬ ]