________________
তুমি যা দেখবে সেটা অন্ততঃ করতে পারবে। তাতে কিছু শেখার মত থাকে না। কি পারবে না? আমি যদি কেবল উপদেশ দিই সে তাে তােমার আসবে না। কিন্তু আমার আচরণ দেখলে তা সহজেই পারবে।
এখানে ঘরে ‘এজাস্ট’ হতে পারে না, কিন্তু আত্মজ্ঞান-এর শাস্ত্র পড়তে বসে যায়! ছাড় না! আগে তাে এটা’ শেখাে! ঘরে তাে এজাস্ট’ হতে পারে না। এ-রকমই এই সংসার।
সংসারে আর কিছু না পারলেও কোন অসুবিধা নেই। ব্যবসা ভাল জানলেও কোন অসুবিধা নেই। কিন্তু এডজাস্ট হতে পারা চাই। অর্থাৎ পরিস্থিতির সাথে এডজাস্ট হতে শিখতে হবে। এইকালে এডজাস্ট না হতে পারলে মারা পড়বে। তাই ‘এজাস্ট এভিরিহােয়্যার’ হয়ে কার্যসিদ্ধি করে নেওয়া চাই।
- জয় সচ্চিদানন্দ।
[ ২৮ ]