________________
দাদাশ্রী ঃ নে প্রমিস কর। ঠি! ঠি! একেই বলে শূরবীর, প্রমিস করেছে!
ভােজনে এডজাস্টমেন্ট ব্যবহার সঠিক তখনই বলা যাবে যখন ‘এডজাস্ট এভরিহােয়্যার’ হবে। এখন ডেভেলপমেন্টের (প্রগতি-র) সময় এসেছ। মতভেদ হতে দেবে না। এইজন্যে এখন লােকেদের আমি সূত্র দিয়েছি, ‘এডজাস্ট এভরিহােয়্যার’! এডজাস্ট, এডজাস্ট, এডজাস্ট। কড়ী (এক প্রকার ব্যঞ্জন) নুন বেশী হলে বুঝে নেবে দাদাজী এডজাস্টমেন্ট নিতে বলেছেন। সুতরাং কড়ী একটু খেয়ে নেবে। হ্যা, আচার মনে পড়লে আনিয়ে নেবে একটু আচার আনাে বলে। কিন্তু ঝগড়া করবে না, ঘরে ঝগড়া হওয়া উচিৎ নয়। নিজে কোন জায়গায় মুস্কিলে পড়লে সেখানে স্বয়ং-ই এডজাস্টমেন্ট করে নেবে, তাহলেই সংসার সুন্দর লাগে।
পছন্দ না হলেও মেনে নাও তােমার সাথে যারা ডিসএডজাস্ট হতে আসবে তাদের সাথে তুমি এডজাস্ট হয়ে যাও। প্রাত্যহিক জীবনে যদি শাশুড়ী-বৌয়ের বা বড়বৌছােটবােয়ের মধ্যে ডিসএডজাস্টমেন্ট হয় তাহলে যার এই সংসারের ঘটনাচক্র থেকে মুক্তি পাওয়ার ইচ্ছা আছে তাকেই এডজাস্ট হতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে যদি কেউ একজন ফাটল ধরায় তাহলে অন্যজনকে জোড়া লাগাতে হবে, তাহলেই সম্পর্ক বজায় থাকবে আর শান্তি থাকবে। যে এডজাস্টমেন্ট করতে না পারে লােকে তাকে মেন্টাল (পাগল) বলে। এই রিলেটিভ সত্যের প্রতি আগ্রহ বা জেদ করার কিছুমাত্র প্রয়ােজন নেই। মানুষ কাকে বলে ? যে এভরিহােয়্যার এডজাস্টেবল। চোরের সাথেও এডজাস্ট হয়ে যেতে হয়।
[ ১০ ]