________________
ফলে সকালে ফার্স্টক্লাস চা দেবে আর যদি উপর থেকে রাগারাগি করাে তাে চায়ের কাপ ঠক্ করে রাখবে। এটা তিনদিন ধরে চলতেই থাকবে।
খিচুড়ি খাব না হােটেলে পীঞ্জা এডজাস্ট করতে না জানলে কি করবে? লােকে স্ত্রীর সাথে ঝগড়া করবে?
প্রশ্নকর্তা : হ্যা।
দাদাশ্রী ও এমনি? কি ভাগ ঠিক করলে? স্ত্রীর সাথে কি ভাগ - বাঁটোয়ারা করবে? সম্পত্তির ভাগীদারী তাে আছেই।
প্রশ্নকর্তা ও স্বামীর গুলাবজামুন খাওয়ার ইচ্ছে আর স্ত্রী খিচুড়ি বানায়। তারপর ঝগড়া হয়।
দাদাশ্রী ও ঝগড়া করার পরে কি গুলাবজামুন আসে? খিচুড়ি-ই তাে খেতে হয়।
প্রশ্নকর্তা ও পরে বাইরে হােটেল থেকে পীৎজা আনাই।
দাদাশ্রী ? এইরকম? অর্থাৎ এটাও হলাে না আর ওটাও হলাে না। পীজা তাে আসে, তাই না? কিন্তু গুলাবজামুন তাে তােমার হাত থেকে বেরিয়ে গেল। এ না করে বলতে হতাে তােমার যা ভাল লাগে তাই বানাও। তার-ও তাে কোনদিন খাওয়ানাের ইচ্ছা হতে পারে। সে কি খাবে না? তখন তুমি বলবে তােমার যা সুবিধা হয় তাই বানাও। তাহলে সে বলবে না, তােমার যা ভাল লাগে তাই বানাব। তখন তুমি বলতে পারবে ‘তাহলে গুলাবজামুন বানাও। আর যদি প্রথমেই গুলাবজামুন বানাতে বলাে তাহলে খিচুড়ি বানাবে। এইরকম উল্টো-ই চলবে।
প্রশ্নকর্তা ঃ এই মতভেদ দূর করার উপায় কি?
দাদাশ্রী ঃ আমি তাে এই রাস্তা-ই দেখাই যে এডজাস্ট এভরিহােয়্যার। সে যদি বলে যে “আজ খিচুড়ি বানাব’ তাে তুমি এডজাস্ট হয়ে যাবে। আর তুমি যদি বলাে না, আজ আমরা বাইরে যাব, সৎসঙ্গে যাব’ তাহলে তাকে এডজাস্ট হতে হবে। যে আগে বলবে তার সাথে অন্যকে এডজাস্ট হতে হবে।।
[ ৮ ]