SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 60
Loading...
Download File
Download File
Page Text
________________ আচারাঙ্গ শ্ৰমণ। আমি আপনাকে দিবার জন্য অন্ন, পানীয়, যা, কবাদি মসলা, বস্ত্র, পাত্র, কম্বল এব বজাহৰণ, নানাপ্রকার প্রাণিহি সা করিয়া, ক্রয় করিয়া, ঋণ কনিয়া অপহরণ কৰিষা অন্যের বিনা অনুমতিতে সয়া আসিয়া এব নিজের গৃহ হইতে আনিয়া, সহ করিয়াছি। আপনার জন্য গৃহ নির্মাণ করিতেছি, আপনি এই সকশ বস্তু ভােগ করুন, এই গৃহে বাস করুন। 2 / হে আয়ুষ্মন্ শ্রমশ। {আপনি এই সমস্ত স্বীকার করন)। ভি কিন্তু সেই মনস্বী ও বস্তু গৃহস্থ প্রান্ত বস্তুসমূকে প্রত্যাখ্যান করিযা বশিবেন-- হে হিপতি। আমি তােমার অনুরােধ সমর্থন করিত বা স্বীকার করিতে অসমর্থ। তুমি আমার অন্য যে খাদ্য প্রভৃতি বস্তু, বস্ত্র, পাত্র, কম্বল ও রাজাহরণ, নানাপ্লকাৰ প্ৰাণিহি সা কবিয়া ক্রয় কবি, // করিয়া, অপহরণ করিয়া, বিনা অমতি লইয়া সংগ্রহ করিযাছি বা নিজের গৃহ হইতে আনিযা আর সম্মুখে রাখিয়াছ, সার গৃহ ৰ্মিাণ করিতেছ। হে আয়ুষ্ম। গৃহপতি। আমি এই সমস্তই পরিত্যাগ করিয়াছি। অতএব এই সমস্ত স্বীকার করা (অনাব পক্ষ) অনুচিত। 3 / যদি কোন গৃহস্থ নিবে অভিপ্রায় প্রকাশ না করিয়াই শানাদি প্রভৃতি পুবাক্ত স্থলে ভ্রমণকারী ভিক্ষুর সমীপে আসিযা খাদ্যাদি ও বস্ত্রাদি প্রভৃতি বস্তু পূর্বাক্ত উপায়ে স,গ্ৰহ কবিয়া ভিক্ষুব ভােগর জন্য তাঁহার সম্মুখ রাখে, অথবা তঁাহাব বাসব জন্য গৃহ নির্মাণ কবে এব, সেই ভি যদি স্বীয় বুদ্ধিবশে তীর্থঙ্করের উপাদশে থবা অপবের নিকট গুনিয়া জানিতে পারেন যে, এই গৃহস্থ তঁাহার অন্য পূর্বোক্ত উপায়ে বদ্যিাদি বস্তু স গ্ৰহ করিয়াছে এ তাহার জন্য গৃহ নির্মাণ করিতেছে, তব তিনি সন্ধান করিয়া সমস্ত বিষয় অবগত হইবেন এব গৃহপতিকে বলিবন যে তিনি এইপ্রকাবে সগৃহীত বস্তু গ্ৰহণ করিতে বা ভোগ করিতে অসমর্থ—ইহাই আমি বলিতেছি। | 4 / কোন গৃহপতি যদি ভির তলাবে অথবা অজ্ঞাতসারে ওহাব জন্য প্রচুর ব্যয় কবিয়া (পার্বাক্ত উপায়ে) খাদ্যাদি স গ্রহ করে এব (পরে ভিক্ষু তাহা গ্রহণ কবিত অস্বীকার করিশে} সে ক্রোধান্বিত হইয়া তাহাকে প্রহার করে ও অন্যকে বলে—এই ভিকে) প্রহার কর হত্যা কব, ছেদন কর দ কব, সিদ্ধ কর, ত্যাগ কর লুঠন কব, সর্বস্ব অপহরণ কব, ভীষণ যন্ত্রণা দাও, থোপি সেই ধীর ভিকু এই সমস্ত অত্যাচার সহ্য করিবেন, অথবা গৃহপতির স্বভাব বা ভিন্ন
SR No.007755
Book TitleAcharang Sutra
Original Sutra AuthorN/A
Author
Publisher
Publication Year
Total Pages80
LanguageBengali
ClassificationBook_Other
File Size2 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy