SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 33
Loading...
Download File
Download File
Page Text
________________ . উ 42 4} শীশেষ্ণীয় তিনি অন্য সমস্তকে জানেন। যিনি (ক্রোধাদি) সমস্তকে জানেন, তিনি একটিকেও জানেন। প্রমত্ত ব্যক্তির চারিদিক হইতে ভয, অপ্রমত্ত ব্যক্তিব কোনও দিক্‌ হইতে ভয় নাই। 2 / যিনি (ক্রোধাদিব মধ্যে একটিকে দমন কবেন, তিনি বহুকে (মান, লোভ প্রভৃতি সকলক দমন করেন। যিনি বহুকে দমন কবেন, তিনি একটিকেও দমন কবেন। ধীব পুরুষ জীবেব দুখ মনুভব করিয়া সংসাবেব বন্ধন পরিত্যাগ করেন এব মুক্তির পথে যাত্রা কবেন, তিনি উন্নত হইতে উন্নততর অবস্থা প্রাপ্ত হন এব {অস যত জীবন যাপন কৰিতে ইচ্ছা কবেন না। 3 / যিনি (ক্রোধাদির মধ্যে একটিকে ক্ষয় কবেন, তিনি অপব গুলিকেও য় করেন। যিনি মশুকে (ক্রোধাদি বিপুক) *ক্য করেন তিনি একটিকেও য কবেন। ভগবদ্বান শ্রদ্ধাবান জ্ঞানী এব তীর্থঙ্কর উপদেশ অনুসাবে সরেব স্বৰূপৰ ভ্ৰাতা পুরুষের কোন দিক্ হইতে ভয় নাই। শিসা ও হিংসার সাধন সমূহের মধ্যে তারতমা আছে কিন্তু অহি,সা বা স যামব রূপ একই। 4 / যিনি ক্রোধদশী, তিনি মানদর্শী , যিনি মনিদর্শী, তিনি মাদর্শী যিনি মায়াদশী তিনি লােভদর্শী যিনি লােভদর্শী, তিনি বাগদর্শী, যিনি বাগদর্শী, তিনি বেশী , যিনি দ্বেষদশী, তিনি মােহদর্শী, যিনি মােহদর্শী, তিনি গর্ভদী , যিনি গর্ভদশী ভিনি জন্মদশী যিনি জন্মদর্শী িিন মৃত্যুদর্শী , যিনি মৃত্যুদর্শী তিনি নরকদর্শী যিনি নরকদশী, তিনি তির্যগ যােনিদৰ্শী , যিনি তির্যগ যােনিদর্শী তিনি দুদর্শী। অতএব জ্ঞানী ব্যক্তি ক্রোধ, মান, মাযা, লােভ বাগ দ্বেষ, মােহ, গর্ভ জন্ম, মৃত্যু, নবক, তির্যগ যােনি এব, দু শ পবিত্যাগ কবিবেন। হিসাশ্যাগী, সংসার ও জন্ম জন্মান্তবেব সঞ্চিত কর্ম সমূহেব উচ্ছেদক দ্রষ্টাপুরুষ এই উপদেশ দিযাছেন। দ্রষ্টাৰ কি কোন উপাধি আছে ? না, দ্রষ্টাব কোনও উপাধি নাই-ইহাই আমি বলিতেছি। তৃতীয় অধ্যায় সমাপ্ত
SR No.007755
Book TitleAcharang Sutra
Original Sutra AuthorN/A
Author
Publisher
Publication Year
Total Pages80
LanguageBengali
ClassificationBook_Other
File Size2 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy