________________
|
৪৭,
মৌলিক দর্শন-গ্রন্থ বেশি নাই। কিন্তু দর্শনগ্রন্থের টীকা ও.ব্যাখ্যা অনেক। কুকু-কৃত পঞ্চখিয় (পঞ্চাস্তিক্য) সংগহ, বট্টকের-কৃত মূলচার, কার্তিকেয় স্বামী কৃত কত্তিগেয়াণুপেখা, উমাস্বামী ' ( উমাস্বাতী ) কৃত তত্ত্বার্থাধিগমসূত্র, সিদ্ধসেনদিবাকর । 'কৃত ন্যায়াবতার, সমন্তভদ্র কৃত আপ্তমীমাংসা, অকলঙ্ক কৃত ন্যায়বিনিশ্চয়, বিদ্যানন্দ কৃত প্রমাণনির্ণয়, প্রভাচন্দ্র কৃত ন্যায়কুমুদ চন্দ্রোদয়, শুভচন্দ্ৰ কৃত জ্ঞানার্ণব বা যােগপ্ৰদীপাধিকার, হরিভদ্র কৃত ষড়দর্শন সমুচ্চয় (বৌদ্ধ, ন্যায়, সাংখ্য, বৈশেষিক ও জৈমিনীয় দর্শনের সার-সংগ্রহ), অমৃতচন্দ্র কৃত তত্ত্বার্থসার, দেবসেন কৃত দর্শনসার, চামুণ্ডরায় কৃত দসংগহ (দ্রব্য সংগ্রহ) ও গােম্মটসার, জিনচন্দ্রগণী (বা দেবগুপ্ত) কৃত নতত্ত্ব প্রকরণ, হেমচন্দ্ৰ কৃত প্রমাণমীমাংসা, মল্লিসেন কৃত স্যাদ্বাদমঞ্জরী, বিমলদাসকৃত সপ্তভঙ্গীতরঙ্গিণী প্রভৃতি গ্রন্থই জৈন দর্শনের প্রধান গ্রন্থ।
স্মৃতি গ্রন্থ বা আচার গ্রন্থঃ আচার-বিধি বা চরিত্র-নিয়ন্ত্রণের নিয়মাবলী লইয়া জৈন গ্রন্থ অনেক আছে। কয়েকখানির বিবরণ নিম্নে সংগৃহীত হইল।
অবক্তব্য, ৭। স্যাদাস্তিনাপ্তি অবক্তব্য ] সাতটি ভঙ্গ বা ক্রম। কারণ মানুষ মাত্রেরই মনে এবিষয়ে সাতটি সংশয় থাকে, জানিবার ইচ্ছা সাত প্রকারেই হয়, প্রশ্নও সাতটি এবং উত্তরও সাতটিই হইয়া থাকে।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org