________________
৩/০ বর্ধমান সূরি কৃত বাসুপূজ্য চরিত্র।
মেরুতুঙ্গ কৃত মহাপুরুষ চরিত্র (ঋষভ, নেমি, শান্তি, পার্শ্ব ও বর্ধমান) সংস্কৃত মহাকাব্য। পঞ্চসৰ্গাত্মক। ১৩০৬ খ্রঃ।
পম্পাকৃত আদিপুরাণ (ঋষভ চরিত, কন্নড় ভাষা)। ১০ শতক। | পােন্না কৃত শান্তিপুরাণ ( কন্নড় ভাষা) ১০ শতক। রম্না কৃত অজিত পুরাণ ( কন্নড় ভাষা) ১০ শতক।
চাবু রায় কৃত চাবুণ্ডয় পুরাণ (২৪ জন তীর্থংকরের কথা, কন্নড় ভাষা) ৯৭৮ খ্রঃ।
নাগচন্দ্র কৃত মল্লীনাথ পুরাণ ( কন্নড় ভাষা)। ১২ শতক।
নেমিচন্দ্ৰ কৃত নেমিনাথ পুরাণ ( কন্নড় চম্পু)। ১১৭০ খ্রঃ।।
অগঙ্গল কৃত চন্দ্ৰপ্ৰভ পুরাণ ( কন্নড় চম্পূ)। ১১৮৯ খ্রঃ। আচ্ছন্ন কৃত বধমান পুরাণ ( কন্নড় চম্পু)। ১১৯৫ ,,।।
বন্ধুবৰ্ম কৃত হরিবংশাভ্যুদয় (নেমিনাথ চরিত, কন্নড় চ)। ১২০০ খ্রঃ।
পার্শ্বপণ্ডিত কৃত পার্শ্বনাথ পুরাণ (কন্নড় চ)। ১২০৫ খ্রঃ।
জন্ন কৃত অনন্তনাথ পুরাণ ( কন্নড় চম্পু)। ১২৩০ খ্রঃ। ' গুণবর্ম কৃত পুষ্পদন্ত পুরাণ (কন্নড় চম্পু) ১২৩৫ ,,। কমলভব কৃত শান্তশ্বর পুরাণ (কন্নড় চম্পূ) ১২৩৫ ,।
মহাবল কবি কৃত নেমিনাথ পুরাণ (কন্নড় চম্পু) ১২৫৪ খ্রঃ।
মধুর কৃত ধর্মনাথ পুরাণ ( কন্নড় চ) ১৩৮৫ খ্রঃ।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org