SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 594
Loading...
Download File
Download File
Page Text
________________ সামাচারী পর্যষণা কল্প ২৮৭ যতটুকু তাহার ভােজ্য স্বাদ-যুক্ত করিবার জন্য আবশ্যক ততটুকু লবণ আর-এক দানে গ্রহণ করিতে পারে। সেই ভােজন ও পানীয় তাহার পযুষণ-কালে একদিনের পৰ্য্যাপ্ত প্রয়ােজন বলিয়া গ্রহণ করিতে হইবে। [ অল্প হইলেও ] দ্বিতীয় বার আহার্য ও পানীয়ের জন্য [ ভিক্ষার্থ] গৃহ-পতিগণের গৃহে প্রবেশ ও নির্গম তাহার পক্ষে অনুমােদিত নহে। ২৬। [ স্পর্শদোষ ভয়ে ] সংবৃত ভাবে রন্ধন-কার্যে নিযুক্ত ব্যক্তির গৃহ নিজের উপায়গৃহ হইতে সপ্ত-গৃহান্তরে হইলে বর্ষাবাসপর্ষণে রত নিগ্রন্থ বা নিগ্রন্থী সেদিকে যাইতে পারিবে না। কেহ কেহ বলেন : উপায়-গৃহের পর সপ্ত গৃহের মধ্যে [ স্পর্শভয়ে ] সংনিবৃত্তভাবে রন্ধন ভােজনকারীর নিকট কোনও নিগ্রন্থ বা কোনও নিগ্র স্থী যাইতে পারিবে না। আবার কেহ কেহ বলেন : উপায়গৃহ হইতে আরম্ভ করিয়া পর পর সপ্ত গৃহান্তরে সংনিবৃত্তভাবে রন্ধন-ভভজনকারীর নিকট কোনও নিগ্রন্থ বা কোনও নিগ্রন্থী যাইতে পারিবে না। ২৭। বর্ষাবাসপর্ষণে রত যে ভিক্ষু ভিক্ষাপাত্ররূপে নিজের করতল ব্যবহার করে, তাহার জন্য বিধান এই যে কণিকা-স্পর্শ-মাত্র বৃষ্টি পড়িতে থাকিলে ঐ ভিক্ষুর আহার বা পানীয়-ভিক্ষাৰ্থ গৃহপতিগণের গৃহে প্রবেশ বা তথা হইতে নির্গম অনুমােদিত নহে। ২৮। বর্ষাবাসপযূষণে রত যে ভিক্ষু আপন করতলকেই ভিক্ষাপ্রতিগ্ৰহ পাত্ররূপে ব্যবহার করে তৎকতৃক ভিক্ষা-গ্রহণের পর গৃহের বাহিরে অবস্থান অনুসােদিত নহে। কারণ পর্ষণ কর্ম করিবার সময়ে সহসা বৃষ্টিপতন আরম্ভ হইতে পারে। [ সে অবস্থায় ] [ ভিক্ষালব্ধ ভােজ্যের ] কিয়দংশ খাইয়া অবশিষ্টাংশ হাতের উপর হাত ঢাকা দিয়া বক্ষস্থলে রক্ষা করা উচিত, অথবা কক্ষাতলে (অর্থাৎ বগলে ) সমাহৃত করিয়া রাখা উচিত, অথবা উত্তমরূপে আচ্ছাদিত স্থানে বা লয়নে আশ্রয় গ্রহণ করা উচিত, অথবা বৃক্ষমূলে উপনীত হওয়া উচিত, যাহাতে তাহার হস্তে জল, জলবিন্দু বা শিশিরবৎ জলকণিকা পতিত না। Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy