SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 576
Loading...
Download File
Download File
Page Text
________________ স্থবিরাবলী গৌতম-গোত্রীয় কুমার সংপলিত ও [ গৌতমগোত্রীয় ] ভদ্রকের বন্দনা করি । গৌতমগোত্রীয় স্থবির আর্য বৃদ্ধকে নমস্কার করি ৷ 11 নতমস্তকে তাঁহাদের বন্দনা করিয়া স্থির-সত্ত্ব, চরিত্র ও জ্ঞান-সম্পন্ন কাশ্যপগোত্রীয় স্থবির সংঘপালিতকে প্রণিপাত করি ॥ ৫ ॥ কাশ্যপগোত্রীয় আর্য হস্তীর বন্দনা করি । তিনি ছিলেন ক্ষাস্তিসাগর ও ধীর । . গ্রীষ্মের প্রথম মাসে চৈত্রমাসের শুক্লপক্ষে তিনি কালগত হইয়াছেন ॥ ৬ ॥ সুব্রতগোত্রীয় আর্য-ধর্মের বন্দনা করি। তিনি ছিলেন শীল-ঋদ্ধি-সম্পন্ন । যিনি নিষ্ক্রান্ত হইলে দেবতা[রা] [ তাঁহার মাথায় ] উত্তম ছত্র ধরিয়া বহন করিতেন ॥ ৭॥ কাশ্যপগোত্রীয় হস্ত ও শিব ( = শুভ )-সাধক ধর্মকে প্রণিপাত করি ৷ কাশ্যপগোত্রীয় সিংহ ও কাশ্যপগোত্রীয় ধর্মকেও বন্দনা করি ॥ ৮ ॥ [ ভূমিতে মাথা দিয়া বন্দনা করিয়া স্থির-সত্ত্ব ও চরিত্র ও জ্ঞান-সম্পন্ন গৌতমগোত্রীয় স্থবির আর্য জন্তুকে নমস্কার করি ॥ ৯॥ Jain Education International For Personal & Private Use Only ২৬৯ www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy