SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 572
Loading...
Download File
Download File
Page Text
________________ স্থবিরাবলী ২৬৫ গৌতম-গােত্রীয় স্থবির আর্য-বজ্র হইতে আর্য-বজ্রা শাখা নির্গত হইয়াছে। গৌতম-গােত্ৰীয় স্থবির আর্য-বজ্রের এই তিনজন স্থবির অন্তেবাসী, পুতুল্য ও অভিন্নাত্মা ছিলেন। যথা : স্থবির আবর্জসৈনিক, স্থবির আর্য-পদ্ম, স্থবির আর্য-রথ। স্থবির আর্য-বজ্রসৈনিক হইতে আর্য-নইলী শাখা নিগত হইয়াছে। স্থবির আর্য-পদ্ম হইতে আর্য-পদ্মা শাখা নির্গত হইয়াছে। স্থবির আর্য-রথ হইতে আর্যজয়ন্তী শাখা নির্গত হইয়াছে। বাৎস্য-গােত্রীয় স্থবির আরথের অন্তেবাসী কৌশিক গােত্রীয় আর্য পৌষগিরি। কৌশিক-গােত্ৰীয় স্থবির আর্য পৌষগিরির অন্তেবাসী গৌতম-গােত্রীয় স্থবির আর্য ফমিত্র। ১১। | [ গৌতমগােত্ৰীয় স্থবির আর্য ফন্তুমিত্রের অন্তেবাসী বাশিষ্ঠ-গােত্ৰীয় স্থবির আর্য ধনগিরি। বশিষ্ঠ-গগাত্রীয় স্থবির আর্য ধনগিরির অন্তেবাসী কৌৎস-গােত্রীয় স্থবির আর্য শিবভূতি। কৌৎস-গােত্রীয় স্থবির আর্য শিবভূতির অন্তেবাসী কাশ্যপগােত্রীয় স্থবির আর্যভদ্র। কাশ্যপ-গােত্রীয় স্থবির আর্য-ভদ্রের অন্তেবাসী কাশ্যপ-গােত্রীয় স্থবির আর্য-নক্ষত্র। কাশ্যপগােত্রীয় স্থবির আর্য-নক্ষত্রের অন্তেবাসী কাশ্যপগােত্রীয় স্থবির আর্য-রক্ষ। কাশ্যপগােত্রীয় স্থবির 'আর্য-রক্ষের অন্তেবাসী গৌতমগােত্ৰীয় স্থবির আর্য-নাগ। গৌতম-গােত্রীয় স্থবির আর্য-নাগের অন্তেবাসী বাণিষ্ঠ-গােত্রীয় স্থবির আর্য-জেহিল (পাঠান্তরে আর্য জেঠিল, আর্য জ্যেষ্ঠ)। বাশিষ্ঠ-গােত্রীয় স্থবির আর্য-জেহিলের অন্তেবাসী, মাঠর-গােত্রীয় স্থবির আর্য বিষ্ণু। মাঠ-গােত্রীয় স্থবির আর্য বিষ্ণুর অন্তেবাসী গৌতমগােত্ৰীয় স্থবির আর্য-কালক। গৌতম O, P, 9334 Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy