________________
স্থবিরাবলী স্থবির প্রিয়গ্রন্থ, কাপ-গােত্রীয় স্থবির বিদ্যাধরগােপাল, স্থবির ঋষিদত্ত, স্থবির অহদত্ত। স্থবির প্রিয় গ্রন্থ হইতে মধ্যম শাখা নির্গত হইয়াছে। স্থবির বিদ্যাধরােপাল হইতে বিদ্যাধরী শাখা নির্গত হইয়াছে। কাশ্যপ-গােত্রীয় স্থবির আর্য ইন্দ্রদত্তের অন্তেবাসী গৌতমগােত্ৰীয় স্থবির আদত্ত। গৌতম-গােত্রীয় স্থবির আর্যদত্তের অন্তেবাসী এই দুইজন স্থবির অপত্যতুল্য ও অভিন্নাত্মা ছিলেন : মাঠর-গােত্রীয় স্থবির শাস্তিসৈনিক ও কৌশিক-গােত্ৰীয় স্থবির আর্যসিংহগিরি জাতিস্মর। মাঠর-গােত্রীয় স্থবির আর্যসৈনিক হইতে উচ্চনাগরী শাখা নির্গত হইয়াছে। ১০।
মাঠর-গােত্রীয় স্থবির আর্য শাস্তিসৈনিকের এই চারিজন স্থবির অন্তেবাসী অপত্যতুল্য ও অভিন্নাত্মা ছিলেন। যথা : স্থবির আর্য সৈনিক, স্থবির আর্যতাপস, স্থবির আর্যকুবের ও স্থবির ঋষিপালিত। স্থবির আষসৈনিক হইতে আর্যসৈনিক শাখা নির্গত হইয়াছে। স্থবির আর্যতাপস হইতে আর্যতাপসী শাখা নির্গত হইয়াছে। স্থবির আর্য কুবের হইতে আর্যকুবের শাখা নির্গত হইয়াছে। স্থবির আর্য ঋষিপালিত হইতে আর্য-ঋষিপালিত শাখা নির্গত হইয়াছে। কৌশিক-গােত্রীয় স্থবির আর্য সিংহগিরি জাতিস্মরের এই চারিজন স্থবির অন্তেবাসী' অপত্যতুল্য ও অভিন্নাত্মা ছিলেন। যথা : স্থবির ধনগিরি, স্থবির আর্য-বজ্র, স্থবির আর্য-সমিত, স্থবির অহদত্ত। গৌতমগােত্রীয় স্থবির আর্য-সমিত হইতে ব্ৰহ্মদীপিকা শাখা নির্গত হইয়াছে।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org