SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 568
Loading...
Download File
Download File
Page Text
________________ স্থবিরাবলী ২৬১ এইরূপ। যথা : কাশ্যপীয়া, গৌতমীয়া, বাশিষ্ঠ্য, সৌরাষ্ট্রীয়া। এই চারিটি শাখা। সেই কুলগুলি কি কি ? কুলগুলি এইরূপ আখ্যাত হয়। যথা : প্রথম ঋষিগুপ্তীয়, দ্বিতীয় ঋষিদত্তীয়, তৃতীয় অভিশা:-এই তিন কুল মানবগণের। ব্যাম্ৰাপত্যগগাত্রীয় স্থবিরদ্বয় সুস্থিত (নামান্তরে কোটিক) ও সুপ্রতিবুদ্ধ (নামান্তরে কাকক) হইতে কোটিক গণ নামে একটি গণ নির্গত হইয়াছে। তাহার এই চারিটি শাখা ও চারিটি ফুল এইরূপ আখ্যাত আছে। সেই শাখাগুলি কি কি ? শাখাগুলি এইরূপ অখ্যাত আছে। যথা : উচ্চানগরী, বিদ্যাধরী, বর্জী, মাধ্যমিল।—কোটিক গণের এই চারিটি শাখা। কুলগুলির নাম কি কি ? কুলগুলি এইরূপ আখ্যাত আছে। যথা : প্রথম ব্ৰহ্মলীয়া, দ্বিতীয় বাৎসলীয়া, তৃতীয় বাণিজ্য ও চতুর্থ প্রশ্নবাহনক ॥৯॥ ব্যাম্ৰাপত্য-গােত্রীয় স্থবিরদ্বয় সুস্থিত (নামান্তরে কোটিক) ও সুপ্রতিবুদ্ধ ( নামান্তরে কাকদক )—ইহাদের দু’জনের এই পাঁচজন অন্তেবাসী: অপত্যতুল্য ও অভিন্নাত্মা ছিলেন। যথা : স্থবির আর্য ইন্দ্রদত্ত, Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy