________________
স্থবিরাবলী
২৫৩ স্থবির আর্য ভদ্রবাহুর এই চারিজন স্থবির অন্তেবাসী অপত্যতুল্য ও অভিন্নাত্মা ছিলেন। যথা : স্থবির গােদাস, স্থবির অগ্নিদত্ত, স্থবির জনদত্ত, স্থবির সােমদত্তগােত্রে কাশ্যপ। কাশ্যপ-গােত্রীয় স্থবির গােদাস হইতে এখানে গােদাস গণ নামে গণ নির্গত হইয়াছে। তাহার এই চারিটি শাখা এইরূপ আখ্যাত হইয়াছে। যথা : তাম্রলিপ্তিকা, কোটিবর্ষীয়া, পৌণ্ড্রবর্ধনীয়া, দাসীখবটিকা। মাঠর-গােত্রীয় স্থবির আর্য সংভূতবিজয়ের এই দ্বাদশ স্থবির অন্তেবাসী অপত্যতুল্য ও অভিন্নাত্মা ছিলেন। যথা : নন্দনভদ্র, উপনন্দ, তিষভদ্র, যশােভদ্র, সুমনােভদ্র, মণিভদ্র, পুণ্যভদ্র, স্থূলভদ্র, ঋজুমতি, জম্বু, দীর্ঘভদ্র এবং পাণ্ডুভ। ।
মাঠর-গােত্রীয় স্থবির আর্য সংভূতবিজয়ের এই অন্তেবাসিনীগণ অপত্যতুল্যা ও অতিন্নাত্মা ছিলেন। যথা: যক্ষা, যক্ষদা, ভূতা, ভূতদত্তা, সেনা, বেনা রেণা—ইহারা স্থূল ভদ্রের ভগিনী। ৫ |
গৌতম-গােত্রীয় স্থবির আর্য স্থলভদ্রের এই দু’জন স্থবির অপত্য তুল্য ও অভিন্নাত্মা ছিলেন। যথা : ঐলাপত্য-গগাত্রীয় স্থবির আর্য
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org