________________
স্থবিরাবলী গৌতম গােত্রীয় আর্য স্থূলভদ্রের অন্তেবাসী দু’জন স্থবির : ঐলাপত্যগােত্রীয় স্থবির আর্য মহাগিরি এবং বাশিষ্ঠ-গােত্রীয় স্থবির আর্য সুহস্তী। বাশিষ্ঠ-গােত্রীয় স্থবির আর্য সুহস্তীর অন্তেবাসী দুজন স্থবির : ব্যাঘ্ৰাপত্যগােত্ৰীয় সুস্থিত ও সুপ্রতিবুদ্ধ ; তাহাদের নামান্তর যথাক্রমে কোটিক ও কাকৰক। ব্যাঘ্ৰাপত্য-গােত্রীয় স্থবির সুস্থিত ও সুপ্রতিবুদ্ধ নামান্তরে কোটিক ও কাকনকীয়—ইহাদের অন্তেবাসী কৌশিক-গােত্রীয় স্থবির আর্য ইন্দ্রদত্ত। কৌশিক গােত্রীয় স্থবির আর্ষ ইন্দ্রদত্তের অন্তেবাসী গৌতম-গােত্রীয় আর্যদত্ত ! গৌতম-গােত্রীয় স্থবির আর্ষদত্তের অন্তেবাসী কৌশিক-গােত্রীয় স্থবির আর্য সিংহগিরি জাতিস্মর। কৌশিক-গােত্রীয় স্থবির জাতিস্মর আর্য সিংহগিরির অন্তেবাসী গৌতম-গােত্রীয় স্থবির আর্য বজ। গৌতম-গােত্রীয় স্থবির আর্য বর্জের (অন্তেবাসী উৎকৃষ্ট গােত্রীয় স্থবির আর্য বসেন। উৎকৃষ্ট-গােত্রীয় স্থবির আর্য বজ্রসেনের) অন্তেবাসী চারিজন স্থবির : স্থবির আর্য নাগিল, স্থবির আর্য বােমিল, স্থবির আর্য জয়ন্ত, স্থবির আর্য তাপস। স্থবির আর্য নাগিল হইতে আর্য-নাগিল শাখা নির্গত হইয়াছে। স্থবির আর্য বােমিল হইতে আর্য-বােমিল শাখা নির্গত হইয়াছে। স্থবির আর্য জয়ন্ত হইতে আর্যজয়ন্তী শাখা নির্গত হইয়াছে। স্থবির আর্য তাপস হইতে আর্য-তাপসী শাখা নির্গত হইয়াছে । ৪।
বিস্তর বাচনায় পুনরায় আর্য যশােভদ্রের পরবর্তী স্থবিরাবলী এইরূপ প্রােক্ত হইয়াছে। যথা : স্থবির আর্য যশােভদ্রের এই দুইজন স্থবির অন্তেবাসী অপত্যতুল্য ও অভিন্নাত্মা ছিলেন : প্রাচীন-গােত্রীয় স্থবির আর্য ভদ্রবাহু ও মাঠর-গােত্রীয় স্থবির সংভূতবিজয়। প্রাচীন গােত্রীয়
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org