SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 554
Loading...
Download File
Download File
Page Text
________________ স্থবিরাবলী সেই কালে সেই সময়ে শ্রমণ ভগবান্ মহাবীরের নব গণ ও একাদশ গণধর ছিলেন। কিজন্য একথা বলা হইয়াছে, ভদন্ত ! যে শ্রমণ ভগবান মহাবীরের নব গণ ও একাদশ গণধর ছিলেন ? শ্ৰমণ ভগবান্ মহাবীরের জ্যেষ্ঠ অনাগারিক গৌতম-গােত্রীয় ইন্দ্রভূতি পাঁচ শত শ্রমণকে শাস্তুবাচন করাইতেন ; মধ্যম অনাগরিক গৌতম-গােত্রীয় অগ্নিভূতি পাঁচ শত শ্রমণকে শাস্ত্রবাচন করাইতেন; কনিষ্ঠ অনাগারিক গৌতম-গােত্রীয় বায়ুভূতি পাঁচ শত শ্রমণকে শাস্তুবাচন করাইতেন। ভারদ্বাজ-গােত্রীয় স্থবির আর্ষব্যক্ত পাঁচ শত শ্রমণকে শাস্ত্ৰবাচন করাইতেন। অগ্নি-বৈশ্যায়ন-গােত্রীয় স্থবির আর্য সুধর্মা পাঁচ শত শ্রমণকে শাস্ত্রবাচন করাইতেন। বাশিষ্ঠ-গােত্রীয় স্থবির মণ্ডিক-পুত্র আড়াই শত শ্রমণকে শাস্ত্ৰবাচন করাইতেন। কাশ্যপ-গােত্রীয় স্থবির মৌর্যপুত্র আড়াই শত শ্রমণকে শাস্ত্ৰবাচন করাইতেন। গৌতম-গােত্রীয় স্থবির . অকম্পিত ও হারিতায়ন-গােত্রীয় স্থবির অচলভ্রাতা ইহারা দুজন স্থবির তিন তিন শত শ্রমণকে শাস্ত্ৰবাচন করাইতেন। কৌী-গোত্রীয় স্থবির মৈতা ও কৌত্তী-গােত্রীয় স্থবির প্রভাস ; ইহারা দুজন স্থবির তিন তিন শত শ্রমণকে শাস্ত্রবচনা করাইতেন। এই কারণে, আর্য ! এইরূপ উক্ত হইয়াছে যে শ্রমণ ভগবান্ মহাবীরের নব গণ ও একাদশ গণধর ছিলেন। ১। Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy