________________
গুর
পরিশিষ্ট ছ :
৩৩-৪৬ সুত্তের পাঠান্তর। তখন সেই ত্রিশলা ক্ষত্রিয়াণী দেখিলেন যে-একটি মহান সৌম্য, সােমাকার, ক্রীড়মান, জ্বম্ভমান, পাণ্ডুর, ধবল ও শ্বেতবর্ণ সিংহ গগনতল হইতে লাফাইতে লাফাইতে তাহার অভিমুখে আসিয়া মুখে প্রবেশ করিতেছে,দেখিয়া তিনি জাগিয়া উঠিলেন। শঙ্কুলের ( রাশীকৃত শঙ্খের) ন্যায়, বিমল দধির ন্যায়, ঘন গােদুগ্ধের ন্যায়, ফেনময় জলস্রোত-নিকরের ন্যায় তাহার প্রকাশ (বর্ণ)। স্থির, লষ্ট ( = মনােরম-দর্শন), প্রকৃষ্ট (উৎকৃষ্ট ১, পীবর (স্কুল), সুশ্লিষ্ট ( = সুসংবদ্ধ ), বিশিষ্ট (লক্ষণীয়) এবং তীক্ষ দংষ্ট্রায় তাহার মুখ বিড়ম্বিত ( চিহ্নিত)। রক্তোৎপলের পত্র (দল) অথবা পদ্মতুল্য, অগ্রভাগে লালাযুক্ত তাহার জিহ্বা। বৃত্তাকার, প্রতিপূর্ণ, প্রশস্ত, স্নিগ্ধ, মধুনির্মিত ক্ষুদ্র গােলকের ন্যায় এবং পিঙ্গলবর্ণ তাহার অক্ষি। প্রতিপূর্ণ, সুজাত (সুন্দর) তাহার স্কন্ধ। নির্মল ও শ্রেষ্ঠ তাহার কেশর। সুন্দরভাবে উদ্ভূিত, সুনির্মিত, সুজাত ও আস্ফোটিত তাহার লাঙ্গুল । ১।
একটি মহান্ পাণ্ডুর ধবল শ্বেত চতুদস্ত হস্তিরত্ন স্বপ্নে দেখিয়া [ ত্রিশলা ] জাগিয়া উঠিলেন। শঙ্কুল (শাখের রাশি) তুল্য বিমল ও সুপ্রকাশ তাহার বর্ণ। বৃত্তাকার ও প্রতিপূর্ণ তাহার কর্ণ। প্রশস্ত, স্নিগ্ধ ও মধুনির্মিত ক্ষুদ্র গােলকের ন্যায় পিঙ্গলবর্ণ তাহার অক্ষি। অভগত (বহিরাগত) ও মল্লিকার ন্যায় ধবল তাহার দন্ত। সেই দন্ত কাঞ্চন-নির্মিত কোশী অর্থাৎ আধারে প্রবিষ্ট। ঈষৎ অবনমিত, চাপতুল্য রুচির, বিদলিতাগ্র তাহার শুণ্ড। আলীন = শয়ান) বৎ প্রমাণানুরূপ ও দেহে সংযুক্ত তাহার পুচ্ছ । ২।
একটি মহান পাণ্ডুর ধবল শ্বেত বৃষভ স্বপ্নে দেখিয়া [ ত্রিশলা জাগিয়া উঠিলেন। বিপুল শঙ্খরাশির ন্যায় তাহার [ শুত্র ] বর্ণ। বৃত্তাকার
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org