________________
জিনচরিত্র সরােবর, সাগর, বিমান-ভবন, রক্সোচ্চয়, অগ্নিশিখা ও গজ। তা, স্বামি! এই সব উদার চৌদ্দটি মহাস্বপ্নে কি কি কল্যাণকর ফলবিত্তি সুচনা করিতেছে ?” তখন নাভি কুলকর মারু দেবীর নিকট এই কথা শুনিয়া ও অবধারণ করিয়া হৃষ্ট-তুষ্ট, আনন্দিত, প্রীতিমনা, পরম সৌমনস্য-বশে বিসর্পিতহৃদয় [ বৃষ্টি-] ধারাহত সুরভি-নীপকুসুমের চঞ্চুর ন্যায় উচ্ছসিত-লােমকূপ হইয়া সেই স্বপ্নগুলি বিশ্লেষণ করিয়া দেখিলেন। দেখিয়া ঈহা অর্থাৎ বিচারে প্রবৃত্ত হইলেন। হইয়া নিজের স্বাভাবিক বিচার-বুদ্ধি ও বিজ্ঞানের সাহায্যে স্বপ্নগুলির অর্থ গ্রহণ করিলেন। করিয়া মারু দেবীকে সেই ইষ্ট, কান্ত•••্যাং••• মিত মধুর-শ্রীক বস্তু (মনােহর) বাক্যে আলাপ করিতে করিতে এই কথা বলিলেন। “ওগাে, দেবানুপ্রিয়ে! উদার স্বপ্ন তুমি দেখিয়াছ ! ••••••্যাবৎ••••••শশীর ন্যায় সৌম্যাকার, কান্ত, প্রিয়দর্শন ও সুরূপ পুত্র প্রসব করিবে। সেই বালকটি তাহার বাল্য গত হইলে যৌবনে উপনীত হইয়া বিজ্ঞানে পরিণতি হইবামাত্র শূর, বীর, বিক্রান্ত, বিস্তীর্ণ-বিপুল-বল-বাহন-সম্পন্ন রাজ্যপতি রাজা হইবে। অথবা ত্রৈলােক্যনায়ক ধর্মবর চাতুরন্ত চক্রবর্তী জিন হইবে।” তারপর মাৰু দেবী এই কথা শুনিয়া ও বুঝিয়া হৃষ্টতুষ্ট••••••যাবৎ•••... করতলে বদ্ধ অঞ্জলির দশ নখ মাথায় ঠেকাইয়া সেই স্বপ্নগুলি বরণ করিয়া লইলেন। লইয়া নাভি কুলকরের অনুমতি লইয়া নানা-মণি-রত্নখচিত ও চিত্রিত ভদ্রাসন হইতে উঠিলেন। উঠিয়া অত্বরিত, অচপল, অবিল, অবিলংৰিত, রাজহংসতুল্য গতিতে যেখানে নিজের ভবন সেইখানে গেলেন। গিয়া নিজের ভবনে প্রবেশ করিলেন।
Q. P. 93–39
।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org