________________
জিনচরিত্র
২১১ চতুর্দশ মহাস্বপ্ন দেখিতে পান। যথা: গজ বৃষভ গাথা। [ মহাবীরের মতই সব । কেবল প্রথমে বৃষভ মুখ তুলিয়া আক্রমণ করিতে আসিতেছে দেখিলেন, শেষে গজ দেখিলেন ; মারুদেবী কুলকর নাভিকে স্বপ্নের কথা বলিলেন ; স্বপ্ন-পাঠক নাই, কুলকর স্বয়ং ব্যাখ্যা করিলেন।] [ পরিশিষ্ট ৬ ] । ২০৭। | সেইকালে সেইসময়ে অহৎ ঋষভ গ্রীষ্মের প্রথম মাসে প্রথম পক্ষে চৈত্র মাসের কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে পূর্ণ নয় মাস সাড়ে সাত রাত্রিদিন গত হইলে [ গ্রহগণ উচ্চ স্থানে স্থিত, জ্যোতিষ্ক সকল শুত-শকুন, অনুকুল দক্ষিণ মারুত ভূমি স্পর্শ করিয়া বহিতেছে, মেদিনী শস্যপূর্ণ থাকা কালে সর্বজনপদের লােক আনন্দে ক্রীড়ারত রহিয়াছে এমন কালে ] মধ্যরাত্র সময়ে উত্তরাষাঢ়া নক্ষত্রের (সহিত চন্দ্রের) যােগে সুস্থদেহ। মারুদেবীর সুস্থদেহ পুত্র সন্তানরূপে প্রসূত হন। ২০৮।
যে রজনীতে ঋষভ ভূমিষ্ঠ হন, সেই রাত্রে বহু দেব ও বহু দেবী [ উধ্বলােক হইতে ] অবতরণ করিতেছিলেন ও উপরে উঠিতেছিলেন বলিয়া (দেবালােক ও মালােকে এক হইয়া সমস্ত ব্ৰহ্মাণ্ড আলােকিত হইয়া উঠিল, দেবসন্নিপাতে) জগৎ ভয়াকুল হইল এবং সর্বত্র ‘কি হইল ? কেন হইল ? রবে কোলাহল উঠিল। | যে রজনীতে ঋষভ ভূমিষ্ঠ হন, সেই রজনীতে বহু বৈশ্রমণ ( কুবেরের) কুণ্ডধারী ( আদেশপালক) তির্যগ্যােনি ও জ্বম্ভক দেবদেবীগণ কুলকর নাভির ভবনে হিরণ্য (রজত )-বর্ষণ, সুবর্ণ-বর্ষণ, বজ্ৰ (হীরক )-বর্ষণ, ববর্ষণ, আভরণবর্ষণ, পত্রবর্ষণ, পুষ্পবর্ষণ ফলবর্ষণ, বীজবর্ষণ, মাল্যবর্ষণ, গন্ধবর্ষণ, বর্ণবর্ষণ, চুর্ণবর্ষণ, এবং বসুধারাবর্ষণ করিয়াছিল। [ অবশেষে মহাবীরের পরিকথার অনুরূপ ; বলিমুক্তি, মাপ ও ওজন বর্ধন, শুল্ক উঠাইয়া দেওয়া প্রভৃতি স্থিতপ্রতীজ্যা ও ঘূপ-ব্যতীত সবই বলিতে হইবে ] [ পরিশিষ্ট চ ] ২০৯ |
কোশলীয় অহৎ ঋষভ গােত্রে কাশ্যপ ছিলেন। তাঁহার পাঁচ
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org