________________
জিনচরিত্র
১৭৯ পাঠকগণ রাজা সমুদ্রবিজয়ের কৌটুম্বিক-পুরুষগণ কর্তৃক আহুত হইয়া হৃষ্ট তুষ্ট••••••স্নান করিয়া বলিকর্ম সারিয়া কৌতুকমঙ্গল ও প্রায়শ্চিত্ত করিয়া শুদ্ধ ও রাজসভায় প্রবেশযােগ্য মঙ্গলকর শুভবস্ত্র পরিয়া আপন আপন অল্প ও মহার্ঘ অভিরণে শরীর অলঙ্কৃত করিয়া সিদ্ধার্থ (সর্ষপ) ও হরিতালিকা (দুর্বাঙ্কুর) সহযােগে মঙ্গলকর্ম সমাপনান্তে স্ব স্ব গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন। তারপর সৌরিকপুর নগরের মধ্য দিয়া যেখানে সমুদ্রবিজয় রাজার শ্রেষ্ঠ রাজভবনের সিংহদ্বার সেইখানে উপনীত হইলেন। তারপর সেই শ্রেষ্ঠ রাজভবনের সিংহদ্বারে একে একে মিলিত হইলেন। তারপর যেখানে বাহির উপস্থানশালা এবং যেখানে সমুদ্রবিজয়ু রাজা ছিলেন সেইখানে উপস্থিত হইলেন। তারপরে করতলে বদ্ধ•••••মাথায় ঠেকাইয়া সমুদ্রবিজয় রাজাকে ‘জয় হউক’, ‘বিজয় হউক’ বলিয়া সম্বর্ধনা করিলেন। তখন সেই স্বপ্নলক্ষণপাঠকগণ সমুদ্রবিজয় রাজা কর্তৃক বন্দিত, পূজিত, সৎকৃত ও সম্মানিত হইয়া প্রত্যেকে পূর্বন্যস্ত ভদ্রাসনগুলিতে বসিলেন। তখন রাজা সমুদ্রবিজয় শিবাদেবীকে যবনিকান্তরালে বসাইলেন। তারপর পুষ্প ও ফলে পরিপূর্ণ হস্তে পরম বিনয় সহকারে সেই স্বপ্নলক্ষণপাঠকদিগকে এই কথা বলিলেন। ভো দেবানুপ্রিয়গণ ! আজ শিবা দেবী সেই তাদৃশ শয্যায়•••••যাবৎ সুপ্তজাগরিত অবস্থায় ঘুমাইতে ঘুমাইতে মধ্যরাত্ৰসময়ে এই সব উদার, কল্যাণকর, শুভশংসী, ধন্য, মঙ্গলাকর, শােভন শ্ৰীসম্পন্ন চতুর্দশ মহাস্বপ্ন দেখিয়া জাগিয়া উঠেন। সেগুলি এই : গজ বৃষভ গাথা। তা বলুন দেৱানুপ্রিয়গণ ! সেই চতুর্দশ উদার মহাস্বপ্নে কি কি বিশেষ কল্যাণকর ফললাভ হইবে ? তখন সেই স্বপ্নলক্ষণপাঠকগণ সমুদ্রবিজয় রাজার এই কথা [ কানে ] শুনিয়া ও [ মনে ] বুঝিয়া হৃষ্টচিত্ত•••••• স্বপ্নগুলি অবধারণ করিলেন। করিয়া চিন্তামগ্ন হইলেন। তারপর পরস্পরের মধ্যে আলাপ করিলেন। তারপর সেই স্বপ্নগুলির সুচিতার্থ, বিতর্কের পর গৃহীত অর্থ, জিজ্ঞাসাবাদে লব্ধ অর্থ, বিনিশ্চিত অর্থ ও অভিগত অর্থ রাজা সমুদ্রবিজয়ের নিকট স্বপ্নশাস্ত্র সমূহ পাঠ করিয়া করিয়া সমুদ্রবিজয় রাজাকে এই কথা বলিলেন। ভাে দেবানু
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org