________________
জিনচরিত্র
১৬৩ অহৎ অরিষ্টনেমির অষ্টাদশ সহস্ৰ শ্ৰমণ লইয়া একটি উৎকৃষ্ট শ্ৰমণসম্পদ ছিল। বরদত্ত ছিলেন তাঁহাদের মুখ্য। ১৭৬ |
অহৎ অরিষ্টনেমির চল্লিশ সহস্র আর্যিকা লইয়া একটি উৎকৃষ্ট আর্ষিক-সম্পদ ছিল। আর্যা যক্ষিণী ছিলেন তাঁহাদের মুখ্যা। ১৭৭।
অহৎ অরিষ্টনেমির একশত ঊনসত্তর সহস্র শ্রমগােপাসক লইয়া একটি উৎকৃষ্ট শ্রমণােপাসকসম্পদ ছিল। নন্দ ছিলেন তাহাদের মুখ্য। ১৭৮।
অহৎ অরিষ্টনেমির তিন শত ঊনসত্তর সহস্র শ্রমণােপাসিকা লইয়া একটি উৎকৃষ্ট শ্রমগােপাসিকাসম্পদ ছিল। মহাব্রতা ছিলেন তাহাদের মুখ্যা। ১৭৯।
অহৎ অরিষ্টনেমির চারিশত চতুর্দশপূর্ব লইয়া একটি উৎকৃষ্ট চতুর্দশপূর্ব-সম্পদ ছিলেন। তাঁহারা জিন না হইলেও জিন-সঙ্কাশ ছিলেন এবং সর্ববিধ অক্ষরসন্নিপাত জানিতেন। জিনগণের ন্যায়ই তাঁহারা অবিতথভাবে শাস্ত্র ব্যাখ্যা করিতেন। ১৮০ |
পঞ্চদশ শত অবধি-জ্ঞানী, পঞ্চদশ শত বৈভূত্যবিদ্যাবিৎ, দশ শত বিপুলমতি, অষ্টশত বাদী, মােল শত অনুত্তরােপপাতী, পঞ্চদশ শত সিদ্ধ শ্ৰমণ, ত্রিশ শত সিদ্ধা আর্ষিক ছিলেন। অহৎ অরিষ্টনেমির দ্বিবিধ অস্তকৃৎ ভূমি ছিল। যুগান্তকৃৎ ভুমি ও পর্যায়ান্তকৃৎ ভূমি। অষ্টম পুরুষ পর্যন্ত যুগান্তকৃৎ ভূমি এবং দ্বাদশ বর্ষ পর্যায়কৃৎ ভূমি তিনি করিয়াছিলেন ॥১৮১।
সেইকালে সেই সময়ে অহৎ অরিষ্টনেমি তিনশত বৎসর কুমার ছিলেন, চুয়ান্ন রাত্রিদিন ছদ্মস্থ পৰ্যায়ে ছিলেন, কিঞ্চিন সাতশত বৎসর কেবলী পৰ্যায়ে ছিলেন, মােট সহস্র বৎসর তাহার আয়ুষ্কাল
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org