________________
জিনচরিত্র
পুরুষগণ অশ্বসেন রাজার নিকট এইরূপ আদেশ পাইয়া হৃষ্টতুষ্ট......যাবৎ আদেশ শুনিয়া বারাণসী নগরীর চার-শোধন ( বন্দিমুক্তি ) করিয়া ••••• যাবং যেখানে অশ্বসেন রাজা সেইখানে উপস্থিত হইল। হইয়া করতলে বদ্ধ অঞ্জলির দশনখ মাথায় ঠেকাইয়া অশ্বসেন রাজার আদেশ 'প্রতিপালন সংবাদ জ্ঞাপন করিল। তারপর রাজা অশ্বসেন যেখানে অট্টনশালা সেইখানে চলিলেন। যাইয়া সমস্ত অবরোধ ( অর্থাৎ রাজকুলনারীবর্গ) লইয়া পুষ্প, গন্ধবস্ত্র, মাল্যালঙ্কারাদি ভূষণ সহযোগে, ঢাক-ঢোল বাজাইয়া, বিপুল ঐশ্বর্য্যের অনুরূপ জাঁকজমক সহকারে অসংখ্য সেনা, যান-বাহন ও অনুচরবর্গের সহিত ও বহু দলবল লইয়া [ রাজা অশ্বসেনের পুত্রজন্ম উপলক্ষে ] দশ-দিন ব্যাপী ‘স্থিতি প্রতীজ্যা' উৎসব সম্পাদন করিলেন : ঐ উৎসবে তুড়ি, যমক, গমক, শঙ্খ, পণব, ভেরি, ঝল্লরি, খরমুখী, হুড়ক্ক, মূরজ, মৃদঙ্গ, দুন্দুভি প্রভৃতি বাদ্য বাজিতে লাগিল ৷ নানাবাদ্যের নানারবে নগর মুখরিত হইয়া উঠিল। সর্ববিধ শুল্ক, সর্ববিধ রাজকর ও সর্ববিধ কৃষিকর উঠাইয়া দেওয়া হইল । [ ক্রয়বিক্রয় না থাকায় ] দোকানে আদান প্রদান.ও মাপ করা বা ওজন করার কাজ উঠিয়া গেল । অদণ্ড-কুদণ্ড উঠিয়া গেল ৷ প্রজার গৃহে ভটের ( সিপাহীর ) প্রবেশ নিষিদ্ধ হইল । শ্রেষ্ঠ গণিকাদিগের নৃত্য চলিতে লাগিল। নৃত্যাদির তালে তালে মৃদঙ্গ বাজিতে লাগিল। টাটকা ফুলের মালা ম্লান হইতে পায় নাই। পৌর / জনগণ ও জানপদগণ সহ সমস্ত রাজ্যের লোক আনন্দ-উৎসবে ও খেলায় মাতিয়া রহিল ৷ তারপর রাজা অশ্বসেন দশদিনব্যাপী ‘স্থিতি প্রতীজ্যা’ উৎসব-কালে শত, সহস্র, লক্ষ যাগ (দক্ষিণাদান ),.শত, সহস্র, লক্ষ দায় ( উপঢৌকনাদি ) শত, সহস্র লক্ষ ভাগ (সম্পত্তির অংশ) দান করিলেন এবং দান করিবার আদেশ দিলেন ; [ এই উপলক্ষে ] তিনি শত, সহস্র ও লক্ষ উপহার ( দান ) বরণ করিয়া লইলেন ও বরণ করিয়া লইবার আদেশ দিলেন । তারপর জনাদৃত অর্হৎ পার্শ্বের মাতাপিতা [ জন্মের ] প্রথম দিবসে ‘স্থিতি প্রতীজ্যা' সম্পাদন করিলেন, তৃতীয় দিবসে চন্দ্র-সূৰ্য-প্রদর্শন কর্ম করিলেন, ষষ্ঠ দিবসে ধর্ম-জাগৰ্য্যা বিধি পালন করিলেন ।
Jain Education International
For Personal & Private Use Only
১৪৭
www.jainelibrary.org