________________
জিনচরিত্র
১২৯ যে-কোনও প্রকার মানসিক ভাব উৎপন্ন হয় তাহা তিনি জানিতে পারেন ও দেখিতে পান। তাহারা কি খায়, কি করে, তাহাদের প্রকাশ্য কর্ম, গােপন কর্ম,—সব তিনি জানিতে পারেন ও দেখিতে পান। যিনি অহৎ তাহার নিকট কোনও রহস্য থাকে না। তিনি সেই-সব কাল, মন, বচন, কায় যােগে বর্তমান। তাই তিনি সর্বলােকে সর্বজীবের সর্বভাব জানিয়া ও দেখিয়া বিহার করেন । ১৫৯।
জনাদৃত অহৎ পার্শ্বের অষ্ট গণ ও অষ্ট গণধর ছিলেন। যথা : শুভ, আর্যঘােষ, বশিষ্ঠ, ব্রহ্মচারী, সৌম্য, শ্রীধর, বীরভদ্র এবং যশস্বী ॥ ১৬০ |
জনাদৃত অহৎ পার্শ্বের ষােল সহস্ৰ শ্ৰমণ লইয়া গঠিত একটি উৎকৃষ্ট শ্ৰমণ-সম্পদ ছিল। আদত্ত ছিলেন তাঁহাদের মুখ্য। ১৬১।
জনাদৃত অহৎ পার্শ্বের আটত্রিশ সহস্ৰ আৰ্ষিকা লইয়া গঠিত একটি উৎকৃষ্ট আর্যিকাসম্পদ ছিল। পুষ্পচূলা ছিলেন তাহাদের মুখ্যা । ১৬২।
জনাদৃত অহৎ পার্শ্বের একশত চৌষট্টি সহস্র শ্রমগােপাসক লইয়া একটি উৎকৃষ্ট শ্রমণােপাকসম্পদ ছিল। সুব্রত ছিলেন তাঁহাদের মুখ্য। ১৬৩ |
জনাদৃত অহৎ পার্শ্বের তিনশাে সাতাইস সহস্র শ্রমণােপাসিকা লইয়া একটি উৎকৃষ্ট শ্রমণোপাসিকাসম্পদ ছিল। সুনন্দা ছিলেন তাহাদের মুখ্যা। ১৬৪।
জনাদৃত অহৎ পার্শ্বের সাড়ে তিন শত চতুদ শপূর্বী লইয়া একটি উৎকৃষ্ট চতুদশপূর্বি-সম্পদ ছিল। তাহারা জিন না হইলেও জিনসঙ্কাশ ছিলেন, সর্ব অক্ষর-সন্নিপাত জানিতেন, জিনগণের ন্যায়ই অবিতথভাবে শাস্ত্র ব্যাখ্যা করিতে পারিতেন ॥ ১৬৫।
| p. P. 93–17
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org