________________
জিনচরিত্র
১১৫
পার্শ্বনাথ সেইকালে সেই সময়ে জনাদৃত অহৎ পার্শ্ব [ নাথ ] পঞ্চ-বিশাখ হইয়াছিলেন অর্থাৎ তাহার জীবনের পাঁচটি শুভ ঘটনা পাঁচটি বিশাখা নক্ষত্রযােগে ঘটিয়াছিল। যথা : বিশাখা নক্ষত্রযােগে বিমানলােক হইতে চ্যুত হইয়া গর্ভে প্রবেশ করেন, বিশাখা নক্ষত্রযােগে ভূমিষ্ঠ হন, বিশাখা নক্ষত্রযােগে মুণ্ডিত হইয়া আগার ত্যাগ পূর্বক অনাগারিত্ব প্রব্রজ্যা গ্রহণ করেন, বিশাখা নক্ষত্রযােগে অনন্ত, অনুত্তর, নিৰ্যাঘাত, নিরাবরণ, কৃৎস্ন, প্রতিপূর্ণ শ্রেষ্ঠ কেবল-জ্ঞান-দর্শন লাভ করেন, বিশাখা নক্ষত্রযোগে পরিনির্বাণ লাভ করেন। ১৪৯।
সেইকালে সেই সময়ে জনাদৃত অহৎ পার্শ্ব গ্রীষ্মের প্রথম মাসে প্রথম পক্ষে চৈত্র মাসের কৃষ্ণ পক্ষে চতুর্থী তিথিতে বিশ সাগরােপম কাল অবস্থানের পর ‘প্রাণক’ নামক কল্পলােক হইতে চ্যুত হইয়া এখানে এই জম্বুদ্বীপ নামক দ্বীপে ( মহাদেশে ) ভারতবর্ষ নামক বর্ষে (দেশে ) বারাণসী নগরীতে অশ্বসেন রাজার মহিষী বামা দেবীর কুক্ষিতে মধ্যরাত্ৰসময়ে বিশাখা নক্ষত্রের সহিত (চন্দ্রের) যােগ হইলে [ দেবলােকে ভােগ্য ] আহারক্ষয়, ভবক্ষয় ও শরীরক্ষয় হওয়াতে, গর্ভরূপে প্রবেশ করেন । ১৫০ ।
জনাদৃত অহৎ পার্শ্ব ত্ৰিজ্ঞানােপেত ছিলেন। অর্থাৎ ‘চ্যুত হইব’ একথা জানিতেন, চ্যুত হইবার কালে জানিতেন না, ‘চ্যুত হইয়াছি’ ইহা জানিতেন। সেই পূর্ব নির্দিষ্ট বাক্যসমষ্টি প্রয়ােগ দ্বারা মহাবীর স্থানে ‘পার্শ্ব’ নামের উপযােগ পূর্বক স্বপ্নদর্শন বিধানাদি সবই বলিতে হইবে [ পরিশিষ্ট ক ] যাবৎ•••নিজ ভবনে প্রবেশ করিলেন। •••্যাবৎ •••গর্ভ বহন করিতে লাগিলেন। ১৫১।
সেইকালে সেই সময়ে জনাবৃত অহৎ পা হেমন্তের দ্বিতীয় মাসে তৃতীয় পক্ষে পৌষের কৃষ্ণ পক্ষে দশমী তিথিতে পূর্ণ নয় মাস সাড়ে সাত
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org