________________
জিনচরিত্র
১০৯ শ্ৰমণ ভগবান্ মহাবীরের সাত শত বৈভূত্যবিদ্যাবিৎ লইয়া গঠিত। একটি উৎকৃষ্ট বেউবিয়-সম্পদ ছিল। তাহারা দেবতা না হইলেও দেবতাদিগের ন্যায় ঋদ্ধি ( ঐশ্বর্ষ) সম্পন্ন ছিলেন ॥ ১৪১।
শ্ৰমণ ভগবান্ মহাবীরের পাঁচশত বিপুল-মতি লইয়া গঠিত একটি উৎকৃষ্ট বিপুলমতি-সম্পদ ছিল। তাহারা আড়াই দ্বীপ ও দুই সমুদ্রে পর্যাপ্তবিকাশ, সংজ্ঞাবান ও পঞ্চেন্দ্রিয়বান্ যে সকল জীব আছে তাহাদের সকলের মনােগত ভাব জানিতেন ॥ ১৪২॥
শ্ৰমণ ভগবান মহাবীরের চারিশত বাদী (তার্কিক, অধ্যাপক) লইয়া গঠিত একটি উৎকৃষ্ট বাদি-সম্পদ ছিল। তাহারা দেব, অসুর ও মনুষ্যদিগের পরিষদে বাদে ( তর্কে, বক্তৃতায়) অপরাজিত ছিলেন। ১৪৩।
| শ্ৰমণ ভগবান্ মহাবীরের সাতশত সিদ্ধ অন্তেবাসী ছিলেন। তাহারা সিদ্ধ হইয়াছিলেন, বুদ্ধ হইয়াছিলেন, মুক্ত হইয়াছিলেন, অন্তকৃৎ হইয়াছিলেন, পরিনির্বাণ লাভ করিয়াছিলেন এবং সর্বদুঃখহীন হইয়াছিলেন। এইরূপ চৌদ্দ শত সিদ্ধা আর্যিকা ছিলেন # ১৪৪।
শ্ৰমণ ভগবান্ মহাবীরের আট শত অনুত্তরােপপাতিক লইয়া গঠিত একটি উৎকৃষ্ট অনুত্তবােপপাতিক-সম্পদ ছিল। তাহাদের স্থিতিতে কল্যাণ ছিল, গতিতে কল্যাণ ছিল এবং আগম (ভবিষ্যৎ প্রাপ্তি) সৌভাগ্যসূচক ছিল। তাহারা বিজয়াদি অনুত্তর বিমান প্রাপ্ত হইয়াছেন ॥ ১৪৫ ॥
শ্ৰমণ ভগবান মহাবীর দ্বিবিধ অস্তকৃৎ-ভূমি (অর্থাৎ অন্তকারী অবস্থায় তিনি দুইটি ভূমি বা কাল) প্রতিষ্ঠা করিয়াছিলেন। যথা : যুগান্তকৃৎ ভূমি ও পর্যায়াস্তকৃৎ ভূমি। তৃতীয় পুরুষ পর্যন্ত যুগটি যুগান্তকৃৎ ভূমি (মহাবীর হইতে আরম্ভ করিয়া তাহার তীর্থে তৃতীয় পুরুষ পর্যন্ত যুগান্তকৃৎ ভূমি ); কেবলিত্ব অর্জনের পর চাৰিবৎসর পর্যায়াস্তকৃৎ ভূমি। তৎপরে পর্যায়ের অন্ত করিয়াছেন। ১৪৬।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org