SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 412
Loading...
Download File
Download File
Page Text
________________ জিনচরিত্র ১০৫ লিচ্ছবি এই আঠার জন গণ-রাজা (সম্মিলিত মিত্র রাজা) অমাবস্যা তিথিতে দ্বারাভােগ পােষধ (দ্বারদেশ আলােক মালায় দর্শনীয় করিয়া যে উপবাস উৎসব অনুষ্ঠিত হয় সেই উৎসব) প্রবর্তিত করেন। [ তাহারা বলিয়াছিলেন ] : সেই ভাবােদ্যোত (জ্ঞানের আলােক) যখন গত হইয়াছে তখন আমরা দ্রব্যোঘাত (দ্রব্যজাত আলােক মালার উৎসব) করিব ॥ ১২৮। যে রজনীতে শ্রমণ ভগবান্ মহাবীর কালগত হন,••••••••সর্বদুঃখপ্রহীন হন, সেই রজনীতে ভস্মরাশি সদৃশ ( দৃশ্যমান) ক্ষুদ্ৰাত্মা নামক মহাগ্রহ, শ্রমণ ভগবান মহাবীরের জন্মনক্ষত্রে সংক্রমিত হয়। প্রতি রাশিতে এই মহা [ পাপ ] গ্রহের স্থিতিকাল দুই সহস্র বৎসর ॥ ১২৯। যখন হইতে ঐ দ্বি-সহস্ৰবৰ্ষ-স্থিতিক ভন্মরাশিতুল্য ক্ষুদ্ৰাত্মা নামক মহাগ্রহ শ্ৰমণ ভগবান্ মহাবীরের জন্মনক্ষত্রে সংক্রমিত হয়, তখন হইতেই শ্রমণগণ, নিগ্রন্থগণ ও নিগ্রন্থীগণের উদিত [অর্থাৎ শাস্ত্রোচিত ] পূজা ও সৎকার প্রবর্তিত হইতেছে না। ১৩০। যখন সেই দ্বি-সহর্ষবর্ষ-স্থিতিক ভস্মরাশিতুল্য ক্ষুদ্ৰাত্মা নামক মহাগ্রহ শ্ৰমণ ভগবান্ মহাবীরের জন্মনক্ষত্র হইতে নিষ্ক্রান্ত হইবে তখন নিগ্রন্থ ও নিগ্রন্থীগণের উদিত (অর্থাৎ শাস্ত্রোচিত) পূজা ও সৎকার প্রবর্তিত হইবে । ১৩১। | যে রজনীতে শ্রমণ ভগবান্ মহাবীর কালগত হন,•••••••••সর্বদুঃখপ্রহীন হন, সেই রজনীতে কুন্থ, [ অর্থাৎ ভূমিতে অবস্থানকারী ] অনুরী ( প্রাণিত্বে উদ্ধার বা উন্নতি যাহার হয় না এমন সূক্ষ্ম কীট ) সমুৎপন্ন হয়, যাহা অচল অবস্থায় স্থির হইলে অপরিণতবুদ্ধি (অজ্ঞান ছদ্মচ্ছন্ন ) নিগ্রন্থ বা নিগ্রন্থীদের চোখে সহজে ধরা পড়ে না, কিন্তু অস্থির হইয়া চলিতে থাকিলে তাহাদের চোখে সহজেই ধরা পড়ে ॥ ১৩২। এই সূক্ষ্ম কীট দেখিয়া বহু নিগ্রন্থ ও নিগ্ৰন্থী আহার ত্যাগ ( ভক্ত * O. . 93–14 : Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy