________________
বঙ্গমাতার শিক্ষাব্রতী সুসন্তান, যাঁহার পদপ্রান্তে উপবিষ্ট হইয়া পাঠলাভে
বহু কৃতী বঙ্গবাসী ধন্য হইয়া গিয়াছেন,
মাতৃভাষার একনিষ্ঠ সেবক, শিক্ষাসংস্কৃতিপূত বাঙ্গালীদের অগ্রণী
স্বৰ্গত ঈশানচন্দ্র ঘােষ মহাশয়,
মহাভারতের অনুকল্প বৌদ্ধ শাস্ত্র | পালি জাতক-গ্রন্থের অনুবাদ করিয়া
যিনি বঙ্গভাষার গৌরব-বৃদ্ধি
করিয়া দিয়াছেন,
|
তাঁহার পুণ্য স্মৃতির উদ্দেশে
এই জৈন কল্পসূত্র গ্রন্থ
উৎসর্গীকৃত হইল।
জ্যৈষ্ঠ ১৩৬০, জুন ১৯৫৩।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org