________________
| জিনচরিত্র ভাে দেবানুপ্রিয়গণ ! শীঘ্র গিয়া যাহারা অষ্টাঙ্গসহ নিমিত্তশাস্ত্রের সূত্ৰাৰ্থ জানেন ও যাহারা বিবিধ শাস্ত্রে বিশারদ এমন স্বপ্নলক্ষণ-পাঠকদিগকে ডাকিয়া আন। তারপর সেই কুটুম্বপুরুষগণ রাজা সিদ্ধার্থ কতৃক এইরূপ উক্ত হইয়া হৃষ্টচিত্ত, আনন্দিত, পরম সৌমনস্য-সম্পন্ন, হর্ষবশে বিসারিত-হৃদয় ও [ বৃষ্টি- ] ধারায় আহত কদম্ববৎ উচ্ছসিত-লােমকূপ হইল এবং করতলে বদ্ধ অঞ্জলির দশ নখ মাথায় ঠেকাইয়া ‘যে আজ্ঞা, স্বামি! বলিয়া সবিনয়ে অজ্ঞা পালন অঙ্গীকার করিল । ৬৪। | অঙ্গীকার করিয়া তাহারা সিদ্ধার্থ ক্ষত্রিয়ের নিকট হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। বাহির হইয়া তাহারা কুণ্ডপুর নগরের মধ্য দিয়া যেদিকে স্বপ্নলক্ষণ-পাঠকদিগের বাস সেইদিকে গমন করিল। যাইয়া স্বপ্নলক্ষণ-পাঠকদিগকে ডাকিল ॥ ৬৫।
তারপর সেই স্বপ্ন-লক্ষণ-পাঠকগণ সিদ্ধার্থ ক্ষত্রিয়ের সেই কুটুম্বপুরুষগণ কর্তৃক আহূত হইয়া হৃষ্টচিত্ত, আনন্দিত ও পরমসৌমনস্যযুক্ত হইলেন। হর্ষবশে তাহাদের হৃদয় বিসারিত হইল। [ বৃষ্টি ] ধারায় আহত কদম্বপুষ্পের চঞ্চুর ন্যায় তাহাদের লােমকূপ উচ্ছসিত হইল। তাহারা স্নান করিয়া [ গৃহদেবতাদিগের ] বলিকর্ম সমাপ্ত করিয়া তিলক-রচনাদি মঙ্গলকর্ম ও [ অশুভ নেত্রদোষ-নিবারণাৰ্থ ] প্রায়শ্চিত্ত কর্ম সারিয়া, রাজসভায় প্রবেশযােগ্য শুদ্ধ ও শুভ বস্ত্র ও উত্তরীয় পরিয়া, আপন আপন মহার্ঘ আভরণে শরীর অলঙ্কৃত করিয়া, মস্তকে সিদ্ধার্থ (অর্থাৎ সর্ষপ ) এবং হরিতালিকা (অর্থাৎ দূর্বাঙ্কুর) সহযােগে মঙ্গলকর্ম • সমাপন করিয়া স্ব স্ব গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন। তারপর ক্ষত্রিয়কুণ্ডগ্রাম নগরের মধ্য দিয়া চলিয়া যেখানে রাজা সিদ্ধার্থের শ্রেষ্ঠ রাজভবনের সিংহদ্বার সেইখানে উপনীত হইলেন ॥ ৬৬ ॥ :
উপনীত হইয়া তাহারা সেই শ্রেষ্ঠ রাজভবনের সিংহদ্বারে একে একে মিলিত হইলেন। তারপর যেখানে বাহির উপস্থানশালা, যাহার মধ্যে সিদ্ধার্থ ক্ষত্রিয় [ আসীন ] সেইখানে উপস্থিত হইলেন।
| O, P. 93–4।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org