________________
জিনচরিত্র আছড়াইতেছে)। গাঢ় ও তীক্ষাগ্র তাহার নখ এবং তাহার সুচাৰু রসনা নবােগত কিসলয়-দলের ন্যায় বদন-বিবরের শ্রী সম্পাদন করিতেছে ॥ ৩৫।
৪। তারপর পূর্ণচন্দ্রবদনা [ ত্রিশলা ] হিমবৎ-শৈল-শিখরে পদ্মহ্রদ-কমলবাসিনী ভগবতী শ্রীদেবীকে দেখিলেন। তিনি উচ্চাগতস্থানে মনোহর সংস্থানে সংস্থিতা, প্রশস্ত-রূপা। সুপ্রতিষ্ঠিত কনকময় কুর্ম তঁাহার চলনের অনুরূপ উপমান। তাম্রবর্ণ স্নিগ্ধ, সূক্ষ্ম ও উন্নত নখগুলি অত্যুন্নত, স্থূল ও রঞ্জিত মাংসল অঙ্গে সুবিন্যস্ত। সুকোমল হস্ত ও পদে পদ্মদলের ন্যায় কোমল অঙ্গুলি সংস্থিত। বর্তুলাকার কমােন্নত জংঘায় কুরুবিন্দাবর্ত [ নামক ভূষণবিশেষ ] পরিণদ্ধ। জানুদ্বয় নিগূঢ়। পীবর উরুদ্বয় গজবর-কর-সদৃশ। কমনীয় ও বিস্তীর্ণ শ্রোণিচক্র স্বর্ণমেখলায় পরিমণ্ডলিত। সরল, সম-সংহিত, সুক্ষ্ম, সুভগ, দীর্ঘ, সুকুমার, মৃদু ও রমণীয় রামরাজি জাত (অর্থাৎ বিশুদ্ধ) অঞ্জনের ন্যায় অথবা ভ্রমরের ন্যায় অথবা জলদ রাশির ন্যায় [ কৃষ্ণবর্ণ ]। সুন্দর, বিশাল ও প্রশস্ত জঘন ও নাভিমণ্ডলের যােগ। করতলে পরিমাপ-যােগ্য [ ক্ষীণ ] মধ্যদেশে প্রশস্ত ত্ৰিবলী। নানা অঙ্গে ও নানা উপাঙ্গে নানা মণিরত্নখচিত বিমল-জ্যোতি কনক-নির্মিত নানা আভরণ ও ভূষণ বিরাজ করিতেছে। বিমল কলস তুল্য উজ্জ্বল স্তনযুগলে কুন্দমাল্য পরিণদ্ধ এবং [ তদুপরি ] হার বিরাজ করিতেছে। মধ্যে মধ্যে গুস্ফিত [ মরকত ] পত্রে ভুষিত এবং উরােদেশে দীনারমালায় সুশশাভিত মণিসূত্রে গ্রথিত সুভগ জ্বালার ন্যায় উজ্জ্বল মুক্তাকলাপের কণ্ঠহার ও অংসদেশে উপসক্ত প্রভাযুক্ত ও শশাভমান কুণ্ডলযুগল দুলিতেছে। বদনমণ্ডলের কুটুম্বতুল্য সৌন্দৰ্য্য ও গুণের সমষ্টি-যােগে শােভমান, কমলতুল্য অমল, বিশাল এবং রমণীয় লােচন। তিনি কমলতুল্য জ্যোতির্ময় করে জল গ্রহণ করিয়া ছিটাইতেছেন। মৃদু আন্দোলিত বাতাসে পাখার কাজ করিতেছে, নির্মল সমগ্র ঘন-স্নিগ্ধ লম্বমান কেশ-মধ্যে হস্ত সংলগ্ন রহিয়াছে। দিগৃগজের স্থূল ণ্ড দ্বারা সলিলাভিষেক করিতেছে ॥ ৩৬ ॥
0. P. 935
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org