________________
জিনচরিত্র ( অর্থাৎ মেঝে) সু-সমতল ও [ স্বস্তিকাদি শুভ চিহ্নে ] সুবিভক্ত ; মণিরত্নে [ সেখানকার ] অন্ধকার বিনষ্ট হইয়াছে ; পঞ্চবর্ণ সরস সুরভি প্রস্ফুটিত পুষ্প-পুঞ্জের উপচারে সজ্জিত, দহমান উৎকৃষ্ট কুলুরু ও তুরস্ক গন্ধে মহ-মহ ধুপশিখায় অভিরাম সুগন্ধ দ্রব্যে বর-গন্ধিত ; [ সমস্ত গৃহটী ] যেন সুগন্ধি দ্রব্যের একটি পাত্র স্বরূপ। যে শয্যায় তিনি শয়ন করিয়াছিলেন তাহাতে আলিঙ্গনবতিকা [ -তুল্য শরীরপ্রমাণ দীর্ঘ উপাধান ] ছিল ; দুইদিকে [ মাথার দিকে ও পায়ের দিকে ] [ শরীরপ্রমাণ দীর্ঘ ] উপাধান ; দুইদিকে [ মাথার দিকে ও পায়ের দিকে ] উন্নত ও মধ্যে গভীর [ সেই শয্যা ] গঙ্গাপুলিনের বালুকার ন্যায় অবদলনে কোমল, ফৌম দুকূল-পট্টে (অর্থাৎ রেশমী চাদরে ) সমাচ্ছাদিত, সুবিরচিত রজস্রাণে (অর্থাৎ তােয়ালেতে ) শােভিত, রক্তাংশুক সংবারে (অর্থাৎ লাল কাপড়ের মশারিতে) সংবৃত, স্পর্শে পশুললাম, বা তুলার গদি অথবা নবতীত-তুল্য কোমল এবং উত্তম সুগন্ধি কুসুমচুর্ণের উপচারে আস্তীর্ণ। তিনি এইরূপ শয়নে সুপ্ত-জাগর অবস্থায় ঘুমাইয়া ঘুমাইয়া মধ্যরাত্রে এইরূপ উদার, (অর্থাৎ মহং), কল্যাণকর, শুভ, ধন্য, মঙ্গলাকর ও শােভন চতুর্দশ মহাস্বপ্ন দেখিয়া জাগিয়া উঠিলেন। সেগুলি এই :
গজ, বৃষভ, সিংহ, অভিষেক, (পুষ্প-) দাম, শশী, দিনকর, ধ্বজ, কুম্ভ, পদ্মপরােবর, সাগর, বিমান ভবন, রত্নেশ্চয় ও (জ্বলন্ত ) অগ্নিশিখা ৩২।
১। তখন ত্রিশলা ক্ষত্রিয়াণী প্রথম স্বপ্নে সৰ্বসুলক্ষণ মহাবল শােভন-উরু-যুক্ত, চতুর্দন্ত একটি মঙ্গল হস্তী দেখিলেন। উচ্ছিত গলিতজল বিপুল জলধর অপেক্ষা, হার-নিকর অপেক্ষা, ক্ষীর-সাগর অপেক্ষা, শশাঙ্ককিরণ অপেক্ষা, স্রোতের ফেন অপেক্ষা, রাজত মহাশৈল অপেক্ষা সে অধিকতর পাণ্ডুর (অর্থাৎ শুভ্র ) বর্ণ। সুগন্ধ দান বারি-বাসিত তাহার কপােল-মূলে মধুকর-বৃন্দ সমাগত হইয়াছে।
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org