SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 334
Loading...
Download File
Download File
Page Text
________________ ২৭ জিনচরিত্র সেইকালে সেইসময়ে শ্রমণ ভগবান মহাবীর ছিলেন বর্ষা ঋতুর তৃতীয় মাসে পঞ্চম পক্ষে অর্থাৎ আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়ােদশী তিথিতে। [ গর্ভবাসের ] বিরাশি রাত্রিদিন গত হইয়াছিল, তিরাশি দিন চলিতেছিল। [ সেইদিন ] শক্রের আদেশে হিতার্থী ও অনুকম্পী দেব হরিনৈগমৈষী ব্রাহ্মণকুণ্ডগ্রাম নগরে কোড়ালগােত্রীয় ব্রাহ্মণ ঋষভদত্তের ভাৰ্য্যা জালন্ধরগোত্রীয়া ব্রাহ্মণী দেবানন্দার কুক্ষি হইতে ক্ষত্রিয়-কুণ্ডগ্রাম নগরে কাশ্যপ-গােত্রীয় ক্ষত্রিয় সিদ্ধার্থের ভাষা বাশিষ্ঠ-গােত্রীয় ক্ষত্রিয়াণী ত্রিশলার গর্ভে মধ্যরাত্র সময়ে হস্তোত্তর নক্ষত্রের যােগে অব্যাহতভাবে শ্রমণ ভগবান্ মহাবীরকে গর্ভান্তরিত করিয়া রাখিয়াছিলেন। ৩০ | | যে রজনীতে শ্রমণ ভগবান মহাবীর জালন্ধর-গােত্ৰীয়া ব্রাহ্মণী দেবানন্দার কুক্ষি হইতে বাশিষ্ঠ-গােত্রীয় ক্ষত্রিয়াণী ত্রিশলার কুক্ষিতে গর্ভান্তরিত হন, সেই রজনীতে দেবানন্দা ব্রাহ্মণী শয্যায় সুপ্তজাগর অবস্থায় ঘুমাইয়া ঘুমাইয়া দেখিলেন যে তাঁহার সেই উদার, কল্যাণকর, শুভ, ধন্য, মঙ্গলকর ও শশাভন চতুর্দশ মহাস্বপ্ন ত্রিশলা ক্ষত্রিয়াণী কতৃক অপহৃত হইয়াছে। দেখিয়া তিনি জাগিয়া উঠিলেন। [ তাহার সেই অপহৃত ] স্বপ্নগুলি এই': গজ, বৃষভ, সিংহ অভিষেক, [ পুষ্প- ]দাম, শশী, দিনকর, ধ্বজ, কুম্ভ, পদ্মসবােবর, সাগর, বিমানভবন, রত্নোঞ্চয় ও অগ্নিশিখা। ৩১। যে রজনীতে শ্রমণ ভগবান্ মহাবীর জালন্ধরগােত্ৰীয়া ব্রাহ্মণী দেবানন্দার কুক্ষি হইতে বাশিষ্ঠ-গােত্রীয় ক্ষত্রিয়াণী ত্রিশলার কুক্ষিতে গর্ভান্তরিত হন, সেই রজনীতে সেই ত্রিশলা ক্ষত্রিয়াণী যে গৃহে ছিলেন সে গৃহের অভ্যন্তর ভাগ চিত্রকর্ম-শশাভিত ছিল; বহির্ভাগ চূণকাম করা, ঘষা-মাজা ; বিচিত্র ছাদের অভ্যন্তর ভাগ চিত্র-খচিত ; ভূমিভাগ Jain Education International For Personal & Private Use Only www.jainelibrary.org
SR No.004068
Book TitleKalpasutra
Original Sutra AuthorN/A
AuthorBasantkumar Chattopadhyaya
PublisherCalcutta Vishvavidyalaya
Publication Year
Total Pages620
LanguageBengali
ClassificationBook_Other
File Size8 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy