________________
জিনচরিত্র
২৫ প্রণাম করিলেন। তারপর পরিজনবর্গসহ দেবানন্দা ব্রাহ্মণীকে নিদুটি [ অবস্বপিনী ] লাগাইয়া অশুভ বস্তু অপহরণ করিয়া শুভ বস্তু ছড়াইয়া দিলেন। তারপর ‘অনুজ্ঞা করুন, ভগব বলিয়া শ্ৰমণ ভগবান মহাবীরকে অব্যাহত রাখিয়া করতল-সংপুটে গ্রহণ করিলেন। তারপর ক্ষত্রিয় কুণ্ডগ্রাম নগরে সিদ্ধার্থ ক্ষত্রিয়ের গৃহে, ত্রিশলা ক্ষত্রিয়াণীর নিকট উপস্থিত হইলেন। তারপর পরিজনবর্গ সহ ত্রিশলা ক্ষত্রিয়াণীকে নিদুটি লাগাইয়া নিদ্রাভিভূত করিলেন। তারপর অশুভ বস্তু হরণ করিয়া সেখানে শুভ বস্তু ছড়াইলেন। তারপর শ্রমণ ভগবান্ মহাবীরকে অব্যাহত ভাবে, ত্রিশলা ক্ষত্রিয়াণীর কুক্ষিমধ্যে গর্ভরূপে স্থাপন করিলেন। ত্রিশলা ক্ষত্রিয়াণীর গর্ভে যে ছিল তাহাকে জালন্ধর গােত্রীয়া ব্রাহ্মণী দেবানন্দার কুক্ষিমধ্যে গৰ্ভরূপে সংস্থাপিত করিয়া রাখিলেন। তারপর যেদিকে আসিয়াছিলেন সেইদিকেই ফিরিয়া গেলেন। ২৮।
| তিনি সেই উৎকৃষ্ট, ত্বরিত, চপল, প্রচণ্ড, বিদগ্ধ, জয়যুক্ত, উৎকম্পিত, দ্রুত, দিব্য ও দেবযাগ্য গতিতে অসংখ্য দ্বীপ (অর্থাৎ মহাদেশ) ও সমুদ্রের মধ্য দিয়া সহস্র-যােজন-ব্যাপী দেহ লইয়া লাফাইয়া লাফাইয়া যেখানে সৌধ কল্পে সৌধৰ্মাবতংস বিমানভবনে শক্রীয় : সিংহাসনে , দেবগণের প্রধান দেবরাজ শত্রু আসীন ছিলেন, সেইখানে উপস্থিত হইলেন। তারপর দেবতাদিগের প্রধান ও দেবতাদিগের রাজা শক্রের নিকট তাঁহার আজ্ঞা প্রতিপালন-সংবাদ সত্বর জ্ঞাপন করিলেন। ' (সেইকালে সেইসময়ে শ্রমণ ভগবান মহাবীর ত্রি-জ্ঞানােপগত ছিলেন: ‘অপসারিত হইব’ ইহা জানিতেন, অপসারিত হইবার সময় জানিতেন না, ‘অপসারিত হইয়াছি’ ইহা জানিতেন)। ২৯। .
0. P. 93–4
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org