________________
জিনচরিত্র
কুক্ষিতে গর্ভরূপে স্থানান্তরিত করিয়া ( সামলাইয়া ) রাখ । রাখিয়া শীঘ্রই আমার এই আদেশ প্রতিপালন সংবাদ আমার কাছে নিবেদন কর ॥ ২৬ ॥
তারপর সেই পদাতিকবাহিনীর অধিপতি হরিনৈগমেষী দেব দেবশ্রেষ্ঠ দেবরাজ শত্রু কর্তৃক এইরূপে আদিষ্ট হইয়া হৃষ্টচিত্ত ও আনন্দিত হইলেন। পরম সৌমন্যবশে তাঁহার হৃদয় বিসারিত হইল। তারপর তিনি করতলে বদ্ধ অঞ্জলির বিসারিত দশ নখ মাথায় ঠেকাইয়া ‘যে আজ্ঞা দেব' বলিয়া বিনয়-বচনে আদেশ গ্রহণ করিলেন। তারপর তিনি দেবশ্রেষ্ঠ দেবরাজ শক্রের নিকট হইতে নিষ্ক্রান্ত হইয়া উত্তর-পূর্ব দিগ্-বিভাগে অবতরণ করিলেন। অবতরণ করিয়া ইন্দ্রজাল বিদ্যাপ্রভাবে [ সর্বত্র ] সম্মোহন জাল বিস্তার করিলেন। [ সম্মোহন প্রভাবে ] যোজনগুলি দণ্ড বা যষ্টির মত ছোট হইয়া সরিয়া যাইতে লাগিল ৷ বজ্রমণি, বৈদুর্যমণি, লোহিতাক্ষমণি, মসারগল্প মণি, হংসগর্ভমণি, পুলকমণি, সৌগন্ধিকমণি, জ্যোতীরস (বা জ্যোতীশ্বর ) মণি, অঞ্জনমণি, অঞ্জনপুলকমণি, জাতরূপমণি, শুভাগমণি, অঙ্কমণি, স্ফটিকমণি ও অরিষ্টমণি [ নামক ] রত্নসমূহ [ আহরণ করিয়া ] তাহাদের অসার [ বহির্ভাগ ] বদর ফলের ন্তায় ছাড়াইয়া ফেলিলেন। ছাড়াইয়া ফেলিয়া তাহাদের সূক্ষ্ম সারভাগ গ্রহণ করিলেন ৷ ২৭ ॥
তারপর [ তিনি ] দ্বিতীয়বার ইন্দ্রজাল বিদ্যা প্রভাবে সম্মোহন জাল বিস্তার করিলেন। করিয়া উত্তর-বৈভূত্যযুক্ত রূপ বিকৃত করিলেন সূক্ষ্ম অদৃশ্য রূপ ধারণ করিলেন ) । তারপর তাঁহার সেই উৎকৃষ্ট, ত্বরিত, চপল, বিদগ্ধ ( ছেক ), প্রচণ্ড, জয়যুক্ত, উৎকল্পিত, দ্রুত, দিব্য ও দেবযোগ্য গতিতে অসংখ্য দ্বীপ ( অর্থাৎ মহাদেশ ) ও সমুদ্রের মধ্য দিয়া ব্যতীপাত ( অর্থাৎ ব্যতিক্রম বা উল্লঙ্ঘন ) করিয়া তির্যভাবে আসিয়া জম্বুদ্বীপ মহাদেশে ভারতবর্ষে ব্ৰাহ্মণকুণ্ডগ্রাম নগরে ঋষভদত্ত ব্রাহ্মণের গৃহে দেবানন্দা ব্রাহ্মণীর নিকটে আসিলেন। আসিয়া শ্রমণ ভগবান্ মহাবীরের দৃষ্টিপথে [ তাঁহাকে
Jain Education International
For Personal & Private Use Only
www.jainelibrary.org